Breaking News

Saudi Visa Ban

ভারত সহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির

১৩টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব

Saudi Visa Ban: Impact on Travelers from India %%page%% %%sep%% %%sitename%%

Saudi Visa Ban

ক্লাউড টিভি ডেস্ক : হজ মরসুমের প্রাক্কালে ভারত সহ ১৩টি দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব (Saudi Visa Ban)। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য। আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদির এআরআই নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, যাদের কাছে ওমরা ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা (Saudi Visa Ban) প্রযোজ্য হয়েছে, সেগুলো হলো- ভারত,পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

সৌদি কর্মকর্তারা এই সাময়িক নিষেধাজ্ঞার (Saudi Visa Ban) পেছনে কয়েকটি কারণ দেখিয়েছেন। তার মধ্যে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মরসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো।

আরো একটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি কর্তারা জানিয়েছেন , এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি হতে পারে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, জুনের মাঝামাঝি করে স্বাভাবিক ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু হবে।

আরও পড়ুন:

এশিয়ার কোন কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প

রামনবমী কি এবং এর পেছনের ইতিহাস

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: