শিয়ালদহ থেকে এসি লোকালের যাত্রা শুরু, ভাড়ার তালিকা প্রকাশ

পূর্ব রেলের শিয়ালদা-রানাঘাট রুটে চালু হল নতুন এসি লোকাল ট্রেন। ১২ কামরার স্টেইনলেস স্টিলের এই ট্রেনের ভাড়া শিয়ালদা-দমদম ₹৩৫ থেকে শুরু করে রানাঘাট পর্যন্ত ₹১২০ নির্ধারিত হয়েছে। যাত্রীদের মধ্যে পরিষেবা নিয়ে উচ্ছ্বাস।