SexOnBus NMMC
ক্লাউড টিভি ডেস্ক : মুম্বই শহরের ব্যস্ত রাস্তায় সম্প্রতি ধরা পড়েছে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর দৃশ্য। পানভেল থেকে কল্যাণগামী এক সরকারি বাসে ক্যামেরাবন্দি হয়েছে এক যুগলের চলন্ত বাসের ভিতরে যৌন কার্যকলাপ (SexOnBus NMMC)। ঘটনাটি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় ওই দৃশ্যের ২২ সেকেন্ডের একটি ভিডিয়ো, যা দেখে রীতিমতো হতবাক নেট দুনিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাসটি যখন রাস্তায় চলছিল, তখন বাইকের উপর থাকা এক আরোহী হঠাৎই ওই বাসের জানালার দিকে চোখ পড়তেই দেখতে পান ভিতরে এক যুগল অশ্লীলভাবে ঘনিষ্ঠ হয়ে রয়েছেন। তিনি বিষয়টি মোবাইলে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই ভিডিও— মেট্রো শহরে এই ধরনের ঘটনা ঘিরে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য।
ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুগল প্রকাশ্যেই নিজেদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতায় লিপ্ত (SexOnBus NMMC)। বাসের অন্য যাত্রীরা বিষয়টি দেখেও কোনও প্রতিবাদ করেননি বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, বাসের কন্ডাক্টর বা চালকের ভূমিকা নিয়ে।
নেটিজেনদের একাংশ বলছেন,
“বাসে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ কন্ডাক্টর কিছুই বলেননি? এটা কীভাবে সম্ভব?”
ভারতীয় আইন অনুযায়ী, পাবলিক প্লেসে অশ্লীল আচরণ দণ্ডনীয় অপরাধ (SexOnBus NMMC) । IPC-এর 294 ধারার আওতায় এমন কাজের জন্য জরিমানা কিংবা কারাদণ্ড হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় একজন ক্ষুব্ধ মন্তব্য করেন,
“এই ভিডিও দেখে নতুন প্রজন্ম কী শিখবে? পাবলিক প্লেসে এমন অশ্লীলতা কি সামাজিকভাবে গ্রহণযোগ্য?”
মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাইরাল হওয়া ভিডিয়োর (SexOnBus NMMC) ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, এবং অভিযুক্ত যুগলের পরিচয় জানার চেষ্টা চলছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
পাশাপাশি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে বাসে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভিডিয়োটি ভাইরাল (SexOnBus NMMC) হতেই দু’ধরনের প্রতিক্রিয়া সামনে এসেছে। একাংশ বলছে, ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা করা উচিত, অপর অংশের মতে, জনসমক্ষে যৌনতা নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত প্রকাশ।
একজন নেটিজেন লেখেন,
“ভালোবাসা থাকুক, কিন্তু একটা সমাজে কিছু সীমা মানতেই হয়। বাসে বসে কেউ এভাবে যৌনতা করলে তা তো অন্যদের অধিকার লঙ্ঘন।”
#SexOnBus #MumbaiViralVideo #PublicObscenity #ViralVideoControversy #PanvelToKalyanBus
আরও পড়ুন :
ব্যালন ডি’অরের দৌড়ে এখন এগিয়ে কারা