Breaking News

ShilpaShirodkar COVIDPositive

কোভিড-১৯ আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার : উদ্বিগ্ন বলিউড

ভ্যাকসিন নিয়েও আক্রান্ত, আবারও গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি

ShilpaShirodkar COVIDPositive: New Health Update %%page%% %%sep%% %%sitename%%

ShilpaShirodkar COVIDPositive

মুম্বাই, ১৯ মে (ক্লাউড টিভি):বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিরোদকার ফের সংবাদের শিরোনামে। তবে এবার কোনও সিনেমার মুক্তি বা রিয়ালিটি শো নয়—তিনি কোভিড-১৯ পজিটিভ (ShilpaShirodkar COVIDPositive) হিসেবে শনাক্ত হয়েছেন। গতকাল (১৯ মে, ২০২৫) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই এই খবরটি শেয়ার করেন। এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে উদ্বেগ এবং তার দ্রুত আরোগ্য কামনার ঢল।

শিল্পা শিরোদকার তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন,

“হ্যাঁ, আমি কোভিড পজিটিভ। বর্তমানে বাড়িতেই কোয়ারেন্টাইনে আছি। সবাইকে অনুরোধ করব, মাস্ক পরুন, হাত ধোন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এটা এখনও শেষ হয়ে যায়নি।”

শিল্পার এই সতর্কবার্তা তার অসংখ্য ভক্তদের আবারও স্মরণ করিয়ে দিল যে কোভিড-১৯ ভাইরাসের ঝুঁকি এখনও পুরোপুরি কেটে যায়নি।

২০২০ সাল থেকে বলিউডের বহু সেলেব কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে যখন অনেকেই ধরেই নিচ্ছিলেন যে ভাইরাসটি অনেকটাই নিয়ন্ত্রণে, ঠিক তখনই শিল্পার আক্রান্ত হওয়া নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

বিশেষ করে তার সাম্প্রতিক জনপ্রিয় রিয়েলিটি শো “বিগ বস ১৮”-তে অংশগ্রহণ এবং বিভিন্ন টেলিভিশন শো-তে উপস্থিতি তাকে ফের জনসমক্ষে তুলে এনেছিল। তার এই সংক্রমণ সেইসব প্রজেক্টেও প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে।

শিল্পার পোস্টে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী চুম দারাং, যিনি লিখেছেন— “Get well soon Shilpa! Take care.” এছাড়া, তার বোন নম্রতা শিরোদকার-ও নিজের ইনস্টাগ্রামে শিলপার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

মায়ের নামে নতুন পরিচয়ে প্রতীক! আনুষ্ঠানিকভাবে হলেন প্রতীক স্মিতা পাটিল

চার নম্বর সমাধানে কুম্বলের পরামর্শ: ফিরুক করুন নায়ার, বিরাটের জায়গা নিতে প্রস্তুত!

ফ্যানরাও পিছিয়ে নেই। বহু অনুরাগী তার পোস্টে শুভেচ্ছা এবং প্রার্থনা জানিয়েছেন। অনেকেই তাকে ‘স্ট্রং ওম্যান’ বলে সম্বোধন করে ফিরে আসার সাহস দিয়েছেন।

সূত্রের খবর, শিল্পা শিরোদকারের শরীরে কোভিডের হালকা উপসর্গ রয়েছে—জ্বর, গলা ব্যথা ও হালকা ক্লান্তি। আপাতত কোনও বড় ধরনের জটিলতা নেই। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং পর্যাপ্ত জল ও পুষ্টিকর খাবার খাচ্ছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকায় সুস্থ হতে সময় লাগবে না। তবে প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি করানোর প্রস্তুতিও রাখা হয়েছে।

শিল্পা শিরোদকার এর আগেও বলেছিলেন, তিনি কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ সম্পূর্ণ করেছেন এবং বুস্টার ডোজও নিয়েছেন। তবু সংক্রমণের শিকার হওয়া আমাদের মনে করিয়ে দেয়, ভাইরাসের মিউটেশন ও পরিবর্তিত রূপ এখনও ঝুঁকি বহন করে।

এই খবর এমন সময় এলো, যখন ভারতে আবারও কিছু এলাকায় কোভিডের সংক্রমণ হালকা হারে বাড়তে শুরু করেছে। ফলে স্বাস্থ্য মন্ত্রকও নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছে।

আরও পড়ুন :

শীঘ্রই আসছে নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর করা নতুন ₹২০ নোট, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

প্রাচীন আগ্নেয়গিরির ভেতর মিলল বিশ্বের সবচেয়ে দামি হীরার খনি

ad

আরও পড়ুন: