ShilpaShetty RajKundra FraudCase
ক্লাউড টিভি ডেস্ক: বলিউডের গ্ল্যামার জগত আবারও কাঁপল আইনি বিতর্কে। এবার সরাসরি অভিযোগের কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী শিল্পা শেঠি এবং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (Economic Offences Wing – EOW) তাদের বিরুদ্ধে ₹৬০.৪৮ কোটি টাকার প্রতারণা মামলায় এফআইআর দায়ের করেছে। অভিযোগ, এক ব্যবসায়ীর কাছ থেকে বিনিয়োগের নামে বিপুল অর্থ সংগ্রহ করে প্রতিশ্রুত রিটার্ন না দিয়ে (ShilpaShetty RajKundra FraudCase) সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে।
অভিযোগকারী ব্যবসায়ী দীপক কোঠারী জানান, ২০১৫ সালে তিনি ও তাঁর সংস্থা ‘কোঠারি প্রোডাক্টস লিমিটেড’-কে প্রলুব্ধ করে কুন্দ্রা-শেঠি দম্পতি ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করান। প্রথমে লোন আকারে টাকা দেওয়ার প্রস্তাব থাকলেও পরে সেটিকে “বিনিয়োগ” হিসেবে দেখানো হয় যাতে করের ঝামেলা এড়ানো যায়। শর্ত ছিল, এই বিনিয়োগ থেকে তিনি মাসিক সুদ বা লাভের অংশ পাবেন।
দীপক কোঠারীর দাবি, তিনি ধাপে ধাপে মোট ₹৬০.৪৮ কোটি দেন, কিন্তু সেই অর্থ নির্ধারিত ব্যবসায়িক কাজে ব্যবহার না করে ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করা হয়। ২০১৭ সালে শিল্পা শেঠি কোম্পানির ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। এরপর কোম্পানি আর্থিক সংকটে পড়ে এবং বিনিয়োগ ফেরত দেওয়া বন্ধ করে দেয়।
EOW সূত্রে জানা গেছে, মামলাটি প্রতারণা (Cheating), অপরাধমূলক আস্থা ভঙ্গ (Criminal Breach of Trust) এবং ষড়যন্ত্র (Criminal Conspiracy) ধারায় দায়ের হয়েছে। যেহেতু অভিযোগের অঙ্ক ₹১০০ কোটি টাকার বেশি হতে পারে বলে প্রাথমিক ধারণা, তাই বিষয়টি গভীর তদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ ইতিমধ্যে কোঠারী, শেঠি ও কুন্দ্রার মধ্যে হওয়া চুক্তিপত্র, লেনদেনের রসিদ এবং ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করেছে। পাশাপাশি ‘বেস্ট ডিল টিভি’র কর্পোরেট ও আর্থিক নথিও খতিয়ে দেখা হচ্ছে।
শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার আইনজীবী এক বিবৃতিতে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য,
“এটি একটি পুরনো ব্যবসায়িক লেনদেন যা ন্যাশনাল কোম্পানি লো ট্রাইব্যুনাল (NCLT)-এ ২০২৪ সালে নিষ্পত্তি হয়েছে। এখানে কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল না, আর্থিক লেনদেনের সমস্ত নথি ও বিবরণ আমরা EOW-কে সরবরাহ করেছি।”
আইনজীবীর আরও দাবি, এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে অথবা ব্যক্তিগত শত্রুতার কারণে দায়ের হয়েছে।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ কেউ বলছেন, বলিউডের প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যান। আবার কেউ মনে করছেন, বিনিয়োগ সংক্রান্ত ব্যবসায়িক ঝুঁকিকে প্রতারণার সঙ্গে মিশিয়ে দেখা হচ্ছে।
তবে শিল্পা-রাজ দম্পতির অতীত বিতর্ক—বিশেষত ২০২১ সালের পর্নোগ্রাফি কন্টেন্ট মামলা—এখনকার ঘটনার আলোচনাকে আরও উস্কে দিয়েছে।
‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’ ২০১৫ সালে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির যৌথ উদ্যোগে শুরু হয়। এটি একটি হোম শপিং টেলিভিশন চ্যানেল ছিল, যেখানে ফ্যাশন, অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক্স ও হোম প্রোডাক্ট বিক্রি করা হতো। শুরুতে প্রচুর সেলিব্রিটি এনডোর্সমেন্ট থাকলেও ২০১৭-১৮ সালে আর্থিক ক্ষতির কারণে কোম্পানি কার্যক্রম বন্ধ করে দেয়।
আরও পড়ুন :
বাগদান সারলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার