HafizSaeed with Pakistan PM
নিউইয়র্ক, ৯ মে ২০২৫: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে প্রত্যক্ষ মদতের সুস্পষ্ট প্রমাণ পেশ করল ভারত। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাভিকা মঙ্গলানন্দন বৃহস্পতিবার জাতিসংঘের মঞ্চে একটি চাঞ্চল্যকর ছবি (HafizSaeed with Pakistan PM) প্রদর্শন করে জানান, এটি পাকিস্তানের রাষ্ট্রীয় মদতের প্রতীক। ওই ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন ২৬/১১ মুম্বাই হামলার মূল ষড়যন্ত্রী হাফিজ সইদ।
এই ছবি উপস্থাপনের সঙ্গে সঙ্গে মঙ্গলানন্দন সাফ জানিয়ে দেন, “যে দেশ তার প্রধানমন্ত্রী ও জঙ্গিদের এক মঞ্চে (HafizSaeed with Pakistan PM) দাঁড় করায়, তাদের সন্ত্রাসে সম্পৃক্ততা নিয়ে আর কোনও প্রশ্ন থাকার কথা নয়।” রাষ্ট্রসংঘে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
ভাভিকা মঙ্গলানন্দন রাষ্ট্রসংঘের সভায় বলেন,
“একটি দেশ, যা সামরিক শক্তির দ্বারা চালিত হয় এবং যার পরিচয় আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাস, মাদক পাচার ও অপরাধের পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠিত, সেই দেশ ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণের দুঃসাহস দেখায়।”
তিনি পাকিস্তানের নাম উল্লেখ না করেই বারবার ‘পরিচিত রাষ্ট্র’ বলে সম্বোধন করেন, তবে ছবিটি (HafizSaeed with Pakistan PM) প্রদর্শনের মাধ্যমে বার্তাটি হয়ে ওঠে একেবারে স্পষ্ট।
ভাভিকা বলেন, “সীমান্তে সন্ত্রাস চালিয়ে ভারতের জনগণ ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করলে, তার প্রত্যুত্তর অনিবার্য। ভারত সন্ত্রাসের বিরুদ্ধে কোনওরকম আপস করবে না।” এই বক্তব্য ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনরায় জোরদার করে তুলেছে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য শুধু রাষ্ট্রসংঘে নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপে ফেলতে একটি কৌশলী পদক্ষেপ।
ভেনেজুয়েলান গ্যাং তদন্তে প্রমাণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার নিউ মেক্সিকোর প্রাক্তন বিচারক
বিশেষজ্ঞরা মনে করছেন, রাষ্ট্রসংঘের মতো একটি মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও একজন জঙ্গি নেতার এক ফ্রেমের ছবি প্রদর্শন আন্তর্জাতিক মহলে বড়সড় বার্তা দেবে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ডঃ অনুপম ঘোষ বলেন, “এটি ভারতের কূটনৈতিক কৌশলের অংশ, যাতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে পাকিস্তানের সন্ত্রাসবাদে মদত বন্ধে কার্যকর পদক্ষেপ আনা যায়।”
ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে, ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিতে পারে। এর আগে পাকিস্তান বহুবার ‘অভিযোগ ভিত্তিহীন’ বলে দাবি করেছে, কিন্তু হাফিজ সইদের মতো জঙ্গি নেতাদের খোলাখুলি মঞ্চে উপস্থিত থাকার ঘটনা বারবার তাদের যুক্তিকে দুর্বল করেছে।
#IndiaVsPakistan #UNGA #Terrorism #HafizSaeed #CrossBorderTerrorism
আরও পড়ুন :
মেয়াদ শেষ হওয়ার আগেই IMF থেকে সরিয়ে নেওয়া হলো ড. কৃষ্ণমূর্তি সুব্রামণিয়ানকে, পুরনো মন্তব্য ভাইরাল