Breaking News

DelhiCM RekhaGupta

বাসভবনে ঢুকে দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়, দিল্লিতে নিরাপত্তা প্রশ্নে নতুন বিতর্ক

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে জনশুনানি চলাকালীন প্রবল চাঞ্চল্য। এক যুবক কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীকে কষে চড় মারে। ঘটনায় উত্তাল দিল্লির রাজনীতি, তীব্র নিন্দা বিজেপি ও কংগ্রেসের।

DelhiCM RekhaGupta Faces Shocking Assault Incident %%page%% %%sep%% %%sitename%%

DelhiCM RekhaGupta

ক্লাউড টিভি ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে ‘জনশুনানি’ চলাকালীন ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এক যুবক সাধারণ আবেদনকারীর ছদ্মবেশে ঢুকে হঠাৎ মুখ্যমন্ত্রীকে কষে চড় মারেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। গুরুতর কিছু না হলেও মুখ্যমন্ত্রীকে (DelhiCM RekhaGupta) প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাসভবনে সাপ্তাহিক ‘জনশুনানি’ চলছিল। এ সময় বিভিন্ন মানুষ তাদের সমস্যা ও অভিযোগ জানাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক নিজের সমস্যার কথা বলার অজুহাতে সামনে আসেন। কিন্তু কথা বলার বদলে তিনি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। প্রথমে কাগজ দেওয়ার নাম করে কাছে গিয়ে আচমকা চুল ধরে টেনে কষে চড় মারেন বলে অভিযোগ।

বিশ্ব বাজারে Barbie ও Hello Kitty কে পেছনে ফেলে Labubu-র উন্মাদনা: Pop Mart-এর লাভ বৃদ্ধি পেল প্রায় ৪০০%

নেফ্রো কেয়ার ইন্ডিয়ার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক প্রচারাভিযান

এসময় উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন এবং পুলিশে তুলে দেন। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। হামলাকারী একাই এসেছিলেন নাকি অন্য কারও সঙ্গে ছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।

হামলার পরই মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় ও মুখে হালকা আঘাত লেগেছে। গুরুতর কিছু না হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিজেপি সূত্রের দাবি, মাথায় চোট পেয়েছেন রেখা গুপ্তা, তবে আপাতত শঙ্কামুক্ত।

ঘটনার পর থেকেই দিল্লির রাজনীতি উত্তাল। বিজেপি নেতা হরিশ খুরানা তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,
“এটি সাধারণ ঘটনা নয়। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তদন্ত করে সত্যতা বের করতে হবে।”

দিল্লির মন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা সন্দেহ প্রকাশ করেছেন যে, এ আক্রমণের পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র কাজ করছে। তার দাবি, হামলাকারীকে ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে হেয় করার চেষ্টা চলছে।

অন্যদিকে কংগ্রেসও ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে দিল্লির নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের বক্তব্য,
“যদি মুখ্যমন্ত্রী নিজেই বাসভবনে নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মহিলারা কতটা নিরাপদ দিল্লিতে?”

পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ‘জনশুনানি’-তে উপস্থিত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলাকারীর পরিচয়, উদ্দেশ্য এবং তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছেন কি না— তা জানার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

এই ঘটনা কেবল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নয়, বরং দিল্লি শহরের নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, রাজধানীর প্রশাসন নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে চরম ব্যর্থ হয়েছে। অন্যদিকে শাসকদল বলছে, হামলার পেছনে ষড়যন্ত্র আছে, যা সামনে আনতে তদন্ত দ্রুত শেষ করা দরকার।

মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনা দিল্লির রাজনীতিকে নতুন মাত্রা দিয়েছে। পুলিশি তদন্তে জানা যাবে, এটি একক কোনো উন্মত্ত যুবকের কাজ, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। তবে আপাতত মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, যা বড় সান্ত্বনার খবর।

আরও পড়ুন :

Miss Universe India 2025 : মনিকা বিশ্বকর্মা রাজস্থানের শ্রী গঙ্গানগরের সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি জিতলেন শিরোপা

অবশেষে ব্রিটেন অ্যাপলের বিরুদ্ধে ‘ব্যাকডোর’ নির্দেশ প্রত্যাহার করল

ad

আরও পড়ুন: