shortage judges supreme court
ক্লাউড টিভি ডেস্ক : সংকটের মুখোমুখি ভারতের সুপ্রিম কোর্ট। বিচার বিভাগ বিপর্যস্ত। আদালতে জমে থাকা মামলার সংখ্যা গত বছর ৫ কোটি ছাড়িয়েছে (shortage judges supreme court)। ‘ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট, ২০২৫’ এই হিসাব দিয়েছে। রিপোর্ট জানাচ্ছে, ২০২৪ সাল পর্যন্ত উচ্চ ও নিম্ন আদালতে মুলতবি মামলার সংখ্যা ৫ কোটিরও বেশি। গত চার বছরে এই হার বৃদ্ধি হয়েছে ৩০ শতাংশ। রিপোর্টের মতে, যা গভীর উদ্বেগের বিষয়।
রিপোর্টের পর্যবেক্ষণ, ই-ফাইলিং ও ডিজিটাইজেশনের মতো প্রযুক্তির সাহায্য উল্লেখযোগ্যভাবে নেওয়া হলেও বাড়ানো হলেও সমস্যা দূর হচ্ছে না। কারন কাঠামোগত সমস্যার সমাধান না হওয়ায়। এর ফলে জনমনে হতাশা বাড়ছে। মানুষ হারিয়ে ফেলছে বিচারব্যবস্থার ওপর ভরসা। কারাগারগুলোয় উপচে পড়ছে ভিড়। এ ফলে সৃষ্টি হচ্ছে নানা ধরনের সংকট।
ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট জানাচ্ছে, দেশের উচ্চ আদালতগুলোয় মোট মুলতবি মামলার ৫১ শতাংশ ঝুলে রয়েছে পাঁচ বছর ধরে। তার মধ্যে পাঞ্জাব-হরিয়ানা ও এলাহাবাদ হাইকোর্টে মুলতবি থাকা মামলার হার সবচেয়ে বেশি, ৬০ শতাংশ।
২০২৬ ফিফা বিশ্বকাপ: মার্কিন অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যোগ হবে
এদিকে উচ্চ আদালত গুলোর তুলনায় নিম্ন আদালতগুলোর অবস্থা কিছুটা ভালো। ২২ রাজ্যের নিম্ন আদালতে দায়ের হওয়া মামলার ২৫ শতাংশ ঝুলে রয়েছে তিন বছর ধরে। রাজ্যগুলোর মধ্যে বিহারের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে নিম্ন আদালতে তিন বছরের বেশি ঝুলে আছে ৭১ শতাংশ মামলা। পশ্চিমবঙ্গ, ওডিশা ও উত্তর প্রদেশে এই হার ৪৫ শতাংশ। দেশের ১০ রাজ্যের নিম্ন আদালতের ২৫ শতাংশ মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে মুলতবি। কোনো কোনো ক্ষেত্রে বিচারের আশায় মামলাকারীদের কাটাতে হচ্ছে দশ বছরেরও বেশি।
ইন্ডিয়া জাস্টিসের রিপোর্ট অনুযায়ী, এই সংকটের প্রধান কারণ, বিচারকদের ঘাটতি (shortage judges supreme court)। দীর্ঘদিন ধরে এই
ঘাটতির কোনো সুরাহা হচ্ছে না।
২০২২ সালে রেকর্ডসংখ্যক বিচারক নিয়োগ সত্ত্বেও দেশের নিম্ন আদালতগুলোয় গড়ে ২১ শতাংশ ও উচ্চ আদালতে গড়ে ৩৩ শতাংশ পদ এখনো খালি পড়ে আছে। উচ্চ আদালতে প্রতি তিনজনে একটি ও নিম্ন আদালতে প্রতি পাঁচজনে একটি পদ শূন্য। ফলে বিচারপতিদের ওপর সৃষ্টি হচ্ছে অসহনীয় চাপ। ফলে বিচারব্যবস্থা রয়েছে দারুণ এক বিপর্যয়ের মধ্যে।
#supremecourt #shortageofjudges #pendingcases #5crore
আরও পড়ুন :
দিলীপ ঘোষ-রিঙ্কুর বিয়ে নিয়ে কি বললেন টালিউড নায়িকারা
তার সিনেমা দেখানো হবে কান উৎসবে, কিন্তু তিনিই এক মাস আগে হারিয়ে গেলেন গাজায় ইসরায়েলি হামলায়!