ভারতের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায়: মহাকাশ থেকে সফলভাবে ফিরে এলেন শুভাংশু শুক্লা

ভারতের শুভাংশু শুখ্লা Axiom‑4 মিশনে ISS‑এ থেকে সফলভাবে পৃথিবী ফিরে এলেন। ১৮ দিনে চালানো গবেষণাগুলি Gaganyaan‑এর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এটি মানব মহাকাশ গবেষণায় দেশের অগ্রগতির নতুন অধ্যায়।