ShubmanGillControversy
ক্লাউড টিভি ডেস্ক : ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল ফের একবার শিরোনামে এলেন মাঠের বাইরের বিতর্কে (ShubmanGillControversy)। এজবাস্টনে চলমান ইংল্যান্ড-ভারত দ্বিতীয় টেস্টে, ভারতীয় ইনিংস ঘোষণার ঠিক আগে মাঠের প্রান্তে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নিতে সাজঘরের বারান্দায় এসেছিলেন গিল। আর সেখানেই ধরা পড়ে বিতর্কের সূত্রপাত – তাঁর পরণে ছিল একটি কালো রঙের নাইকির লোগোযুক্ত ইনার।
বর্তমানে ভারতীয় পুরুষ, মহিলা ও যুব দলের কিট স্পনসর অ্যাডিডাস। ২০২৩ সালের জুন থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত বিসিসিআই-এর সঙ্গে এই আন্তর্জাতিক স্পোর্টস ব্র্যান্ডের চুক্তি রয়েছে। প্রতি ম্যাচ বাবদ বিসিসিআইকে ৭৫ লাখ টাকা দেবে তারা, যার মোট মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।
মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে ম্যাচ চলাকালে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি
এক ইনিংসেই শুভমান গিলের ৫ রেকর্ড: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন তরুণ অধিনায়ক
এমন পরিস্থিতিতে ভারতের অধিনায়ক যদি প্রতিদ্বন্দ্বী সংস্থার লোগো যুক্ত পোশাক পরে মাঠে হাজির হন, তা অ্যাডিডাসের কাছে চুক্তিভঙ্গ হিসেবেই বিবেচিত হতে পারে। এর জেরে অ্যাডিডাসের পক্ষ থেকে বোর্ডের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে, এমনকি চুক্তি বাতিলের সম্ভাবনাও অস্বীকার করা যাচ্ছে না। যা হলে বিসিসিআইয়ের আর্থিক ক্ষতি হতে পারে বিশাল, প্রায় ৩০০ কোটি টাকার।
এই প্রথম নয়, এর আগে হেডিংলেতে প্রথম টেস্টেও বিতর্কে জড়িয়েছিলেন শুভমান।
একবার তাঁকে কালো মোজা পরে মাঠে নামতে দেখা যায়, যেখানে টেস্ট ক্রিকেটে সাদা মোজা ছাড়া অন্য রঙ নিষিদ্ধ।
পরের দিন অবশ্য সাদা মোজা পরে মাঠে নামলেও,
লাল রঙের ইনার পরে ফিল্ডিং করেও বিতর্কে জড়ান তিনি, যা আবারও পোশাক বিধির লঙ্ঘন।
যদিও তখনও আইসিসি বা বিসিসিআই তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, দলের অধিনায়ক হিসেবে শুভমানের কাছ থেকে আরও বেশি সচেতনতা ও দৃষ্টান্তমূলক আচরণ প্রত্যাশিত। কেননা মাঠে তাঁর প্রতিটি সিদ্ধান্ত, এমনকি পোশাকও বোর্ড ও দলের ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে।
এই ঘটনার পরে বিসিসিআই হয়তো স্পষ্টভাবে ড্রেস কোড ও স্পনসর সংক্রান্ত নির্দেশিকাগুলো সমস্ত খেলোয়াড়দের জন্য আরও কঠোরভাবে জারি করবে। অন্যদিকে অ্যাডিডাস তাদের অবস্থান স্পষ্ট করতে পারে এবং প্রয়োজনে ক্ষতিপূরণ বা শর্তাবলী পুনর্মূল্যায়নের দিকে যেতে পারে।
আরও পড়ুন :
অনিমেষ কুজুর: ভারতের দ্রুততম মানব হয়ে ইতিহাস গড়লেন ছত্তিশগড়ের তরুণ
এজবাস্টনে ভারতের গৌরবগাথা: বাংলার আকাশ দীপের ১০ উইকেট, টেস্ট সিরিজে ফিরল টিম ইন্ডিয়া