Breaking News

SmritiMandhana LoveInTheAir

মনের মানুষকে প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে প্রেমের বার্তা পলাশের

ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবার নিজের জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে আনলেন। সোশ্যাল মিডিয়ায় পলাশের পোস্টে ভালোবাসার ইঙ্গিত, উত্তরে হাসিমুখে সাড়া দিলেন স্মৃতি নিজেও।

SmritiMandhana LoveInTheAir: Birthday Surprise %%page%% %%sep%% %%sitename%%

SmritiMandhana LoveInTheAir

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২০  জুলাই, ২০২৫ : বিশ্ব ক্রিকেটে নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে বহু নজর কেড়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। এবার তিনি সংবাদ শিরোনামে এলেন ব্যক্তিগত জীবন নিয়ে। শুক্রবার, নিজের ২৯তম জন্মদিনে প্রেমের কথা একপ্রকার প্রকাশ্যে আনলেন স্মৃতি, আর তাতে সঙ্গী হলেন পলাশ (SmritiMandhana LoveInTheAir)।

স্মৃতির জন্মদিনে ইনস্টাগ্রামে একটি হৃদয় ছোঁয়া পোস্ট দেন পলাশ। তিনি লেখেন,

“একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। তুমিই আমায় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করো। মাঠের মধ্যে এবং বাইরে চাপের মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, সেটা তুমি আমাকে দেখিয়েছো। শান্ত থেকে কতটা শক্তিশালী হওয়া যায়, তা তুমিই প্রমাণ।”

পোস্টের সঙ্গে তিনি জুড়ে দেন একটি লাভ ইমোজি। উত্তরে স্মৃতিও লাভ ইমোজি দিয়ে ধন্যবাদ জানান পলাশকে। এই রকম পারস্পরিক প্রকাশ্যে ভালোবাসায় ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।

স্বামীর কীর্তির ছায়ায় লুকিয়ে থাকা আলোকবর্তিকা: অবলা বসু, প্রথম বাঙালি মহিলা ডাক্তারি পড়ুয়া

চিনতে পারছেন এই বলিউড ডিভা কে ?


প্রেমের ইঙ্গিত আগেই ছিল

যদিও এই প্রেম নিয়ে জল্পনা নতুন নয়। গত ২২ মে, পলাশের জন্মদিনে স্মৃতি প্রথমবার সোশ্যাল মিডিয়ায় পলাশের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন এবং তাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। তখন থেকেই এই সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়। তবে কেউ নিশ্চিত ছিলেন না। এবার জন্মদিনে পলাশের খোলা প্রেমের বার্তা সেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিল।


স্মৃতি এখন কোথায়?

এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন স্মৃতি মান্ধানা। ভারতীয় মহিলা দল ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে স্মৃতি ব্যাট হাতে বেশ সফল হয়েছেন। এখন তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য ওপেনার হিসেবে ভূমিকা পালন করছেন।


ক্যারিয়ারেও অনন্য স্মৃতি

মিতালি রাজের পর স্মৃতি মান্ধানা হলেন ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার, যিনি ৪৫০০ রান পেরিয়ে গিয়েছেন একদিনের ক্রিকেটে। বিশ্ব ক্রিকেটে বর্তমানে স্মৃতি মান্ধানাকে অন্যতম সেরা ওপেনার হিসেবে বিবেচনা করা হয়।

মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে ধীরে ধীরে স্মৃতি হয়ে উঠেছেন নারী ক্রিকেটের অনুপ্রেরণা। তার ব্যাটিং স্টাইল, ঠান্ডা মাথার খেলা এবং ক্যারিশমা আজ লাখো মানুষের কাছে মুগ্ধতার কারণ।

পলাশ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য এখনও সামনে আসেনি। তবে তিনি যে কেবল একজন ভালোবাসার মানুষ নয়, বরং স্মৃতির মেন্টাল সাপোর্ট এবং অনুপ্রেরণার বড় উৎস, তা বোঝা গেল পোস্ট থেকেই।

এই প্রেম প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কেউ শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ আবার বলছেন—

“অবশেষে আমাদের প্রিয় স্মৃতি খুশি, এটাই সবচেয়ে বড় কথা।”
ইনস্টাগ্রামে ছবিতে লাখো লাইক ও কমেন্ট জমা পড়ছে।

আরও পড়ুন :

আবারও নিম্নচাপের সম্ভাবনা, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের আশঙ্কা

‘তনু ওয়েডস মনু’র সেই ম্যাজিক আবার? পুজোতেই পর্দায় ফিরছেন কঙ্গনা-মাধবন, আসছে ‘সার্কল’

ad

আরও পড়ুন: