Breaking News

SnehasishGanguly Hospitalised

হঠাৎ হাসপাতালে ভর্তি সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, উদ্বিগ্ন সৌরভ

সোমবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে তাঁকে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, তিনি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত। ভাই সৌরভ গঙ্গোপাধ্যায় বিকেলে তাঁকে দেখতে যেতে পারেন।

SnehasishGanguly Hospitalised Due to Illness %%page%% %%sep%% %%sitename%%

SnehasishGanguly Hospitalised

কলকাতা: বাংলা ক্রিকেট প্রশাসনে এক গুরুত্বপূর্ণ মুখ, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি (SnehasishGanguly Hospitalised) করা হয়। বমির পরিমাণ ও ঘনঘনতা বেশি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার, এবং চিকিৎসকের পরামর্শে দেরি না করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বর্তমানে বিশিষ্ট চিকিৎসক ডঃ সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, তিনি অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিসে আক্রান্ত হয়েছেন, অর্থাৎ পাকস্থলীর সংক্রমণজনিত সমস্যা। ডাক্তারেরা জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও, পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও কিছু প্যাথলজিক্যাল পরীক্ষার পর চূড়ান্ত চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে।

যুক্তরাষ্ট্র থেকে ফেরত গেল ১৫ টি আমের চালান, ভারতের আম রপ্তানিতে বড় ধাক্কা

ওড়িশায় ভয়াবহ নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস ও তাঁর স্ত্রী

সিএবি-র সভাপতির এই হঠাৎ অসুস্থতার খবর ময়দানে ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠা ছড়ায় ক্রিকেট মহলে। ক্লাব প্রতিনিধিরা, প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা, এমনকি বিভিন্ন জেলার ক্রিকেট প্রশাসকেরা খোঁজ খবর নিচ্ছেন। ময়দানে তাঁর সহকর্মীদের মধ্যে অনেকেই হাসপাতালে ফোন করে আপডেট নেওয়ার চেষ্টা করছেন।

তাঁর ভাই, ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় স্নেহাশিসের অসুস্থতার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন। জানা গেছে, তিনি আজ বিকেলেই হাসপাতালে গিয়ে দাদার সঙ্গে দেখা করতে পারেন।

স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সিএবি-র সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট প্রশাসনে বেশ সক্রিয় ভূমিকায় ছিলেন। যুব ও জেলা স্তরের ক্রিকেটে নতুন উদ্যোগ, ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন ও রাজ্য দলের গঠনে তাঁর অবদান প্রশংসিত হয়েছে।

তাঁর এই আকস্মিক অসুস্থতা রাজ্য ক্রিকেটে ক্ষণিকের জন্য হলেও একটা অস্থিরতা তৈরি করেছে। যদিও তাঁর পরিবার আশ্বস্ত করেছেন যে, এই অসুস্থতা গুরুতর কিছু নয়, কয়েক দিনের বিশ্রামের পরই তিনি কাজে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

চিকিৎসকেরা বলেছেন, বর্তমানে ওরাল ও আইভি ফ্লুইড দিয়ে ডিহাইড্রেশন সামাল দেওয়া হচ্ছে, এবং অ্যান্টিবায়োটিক শুরু হয়েছে। স্নেহাশিস নিজে এখনও পর্যন্ত সচেতন এবং চিকিৎসকদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলছেন।

মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাসপাতাল তরফে একটি মেডিক্যাল বুলেটিন প্রকাশ করার কথা রয়েছে, যেখানে তাঁর অবস্থার বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন :

প্রেমের নিদর্শন: স্ত্রীর জন্য তাজমহলের আদলে বাড়ি নির্মাণ মধ্যপ্রদেশের শিক্ষকের

দেশের প্রথম ‘সাত্ত্বিক’ ট্রেন: ভারতীয় রেলের অভিনব পদক্ষেপ নিরামিষ যাত্রীদের জন্য

ad

আরও পড়ুন: