SoniaGandhi
ক্লাউড টিভি ডেস্ক : কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী এবং সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী (SoniaGandhi)রবিবার রাতে পেটের সমস্যার কারণে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
সূত্র জানায়, রবিবার রাত ৯টা নাগাদ সোনিয়া গান্ধীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ভর্তি করা হয় গ্যাস্ট্রোএন্টারোলজি (Gastroenterology) বিভাগে। হাসপাতালে চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. রাজীব কুমার ও তাঁর দল। পেটের সমস্যা হলেও সুনির্দিষ্ট কোন প্যাথলজিক্যাল কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, রাজকোটে হবে শেষকৃত্য
ট্রাম্পের হুঁশিয়ারি—“ইরান হামলা করলে পূর্ণ শক্তিতে প্রতিহিংসা”
হাসপাতালের তরফে এক বিবৃতিতে জানানো হয়,
“মহাশয়া সোনিয়া গান্ধীকে গ্যাস্ট্রো সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল এবং সমস্ত প্রাসঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”
এটি প্রথম নয় — এর আগে, ৭ জুন সোনিয়া গান্ধীকে হিমাচল প্রদেশের শিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনও তিনি কিছু হালকা শারীরিক সমস্যার সম্মুখীন হন। সেই সময়ের ঘটনার প্রসঙ্গে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা নরেশ চৌহান জানিয়েছিলেন,
“ওই সময় শুধুমাত্র রুটিন মেডিক্যাল চেক-আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোনও গুরুতর সমস্যা হয়নি।”
৮০ ছুঁই ছুঁই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন। আগেও তাকে রুটিন চেক-আপ বা সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বেশ কয়েক বছর আগে নিউমোনিয়া ও কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। তাই নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ায় কংগ্রেস শিবিরে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
এমতাবস্থায় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাজকর্মে কিছুটা ভাটা পড়তে পারে। গতবছর লোকসভা নির্বাচনে কংগ্রেস দল ভালো ফল করায় সোনিয়া গান্ধীর ভূমিকা নিয়েও দলের অন্দরমহলে আলোচনা হচ্ছিল। এমনকি তাঁকে আরও সক্রিয় রাজনীতিতে ফিরিয়ে আনার কথাও অনেকে বলছিলেন।
তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বর্তমানে তাঁর সঙ্গে দলীয় কোনও আলোচনা বা সাক্ষাৎ নিরুৎসাহিত করা হয়েছে। কংগ্রেসের এক মুখপাত্র জানিয়েছেন,
“শ্রীমতী গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করছি। আপাতত তাঁর বিশ্রাম জরুরি।”
এই ঘটনার পরপরই রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে পৌঁছেছেন বলে জানা গেছে। তাঁরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং মায়ের স্বাস্থ্যের আপডেট নিয়েছেন। পরিবার সূত্রে জানা যাচ্ছে, “সোনিয়া গান্ধী এখন স্বাভাবিকভাবে কথা বলছেন এবং মেডিকেল টিমের সব নির্দেশ মেনে চলছেন।”
আরও পড়ুন :
“যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন আমরা আমাদের প্রতিশোধ শেষ করেছি” : ইরান
আই লিগে খেলবে ডায়মন্ড হারবার, শক্তিশালী দল গড়তে চলছে জোর প্রস্তুতি