Breaking News

SouravBiggBossBangla

স্টার জলসার পর্দায় ‘দাদা’র কামব্যাক! ১২৫ কোটির চুক্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায় হোস্ট করবেন দু’টি শো

ক্যামেরার সামনে সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই আত্মবিশ্বাসী, দৃঢ়, আর স্বতঃস্ফূর্ত

SouravBiggBossBangla Is Here to Dazzle Viewers %%page%% %%sep%% %%sitename%%

SouravBiggBossBangla

ক্লাউড টিভি ডেস্ক :ক্রিকেট মাঠে তাঁর নেতৃত্বে ভারত নতুন ইতিহাস লিখেছিল। ক্যামেরার সামনে সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই আত্মবিশ্বাসী, দৃঢ়, আর স্বতঃস্ফূর্ত। এবার সেই সৌরভ ফিরছেন বাংলার টিভি পর্দায়, তাও একেবারে ‘ডাবল ধামাকা’ নিয়ে! স্টার জলসার সঙ্গে চূড়ান্ত হয়েছে চার বছরের একটি বিশাল চুক্তি (SouravBiggBossBangla)—মূল্য প্রায় ১২৫ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, সৌরভ হোস্ট করবেন ‘বিগ বস বাংলা’ এবং একটি নতুন কুইজ শো

এই চুক্তিকে SouravBiggBossBangla) ঘিরে ইতোমধ্যেই টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া—সবখানে শুরু হয়েছে চরম উন্মাদনা। স্টার জলসার এই প্রজেক্টগুলিকে ঘিরে পরিকল্পনা চলছে মাসখানেক ধরেই, তবে এখন তা সরকারি ভাবে নিশ্চিত হওয়ায় দাদার ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

‘দাদা’ ফিরছেন নতুন রূপে

সৌরভ গঙ্গোপাধ্যায় এর আগেও টেলিভিশন হোস্ট হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর উপস্থাপনায় ‘দাদাগিরি’ অনুষ্ঠানটি বাংলা টেলিভিশনে ছিল সুপারহিট। এবার ‘দাদাগিরি’-কে ছাপিয়ে আরও বড় মঞ্চে ফিরছেন তিনি।

প্রথম প্রজেক্ট হচ্ছে ‘বিগ বস বাংলা’—ভারতে হিন্দি ভার্সনে সাফল্যের পর বাংলায় এই রিয়েলিটি শো আসছে অনেকটা নতুনভাবে, আর সেটিকে প্রাণ দেবেন সৌরভ নিজেই SouravBiggBossBangla)। দ্বিতীয় প্রজেক্ট, একটি সম্পূর্ণ নতুন কুইজ শো, যা পরিবারের সদস্যদের একত্রিত করে টিভির সামনে বসতে বাধ্য করবে, এমনটাই আশ্বাস চ্যানেলের।

কৌন বনেগা ক্রোড়পতি ছাড়ছেন অমিতাভ বচ্চন? পরবর্তী সিজনে সঞ্চালক হিসেবে কার নাম উঠে আসছে!

এবারে বিধানসভায় পারফর্ম করবেন সায়ন্তিকা-লাভলি-অদিতি

১২৫ কোটির বিশাল চুক্তি: টেলিভিশন দুনিয়ায় নজির

স্টার জলসার সঙ্গে সৌরভের এই চুক্তি চার বছরের SouravBiggBossBangla)। দুটি শো মিলিয়ে পারিশ্রমিক হিসেবে সৌরভ পাচ্ছেন প্রায় ১২৫ কোটি টাকা—যা বাংলা টেলিভিশন দুনিয়ায় এক কথায় নজিরবিহীন।

শুধু বাংলায় নয়, আঞ্চলিক বিনোদন দুনিয়ায় এত বড় অঙ্কের চুক্তি এই প্রথম। টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মহলের মতে, সৌরভের এই ‘স্টার পাওয়ার’ এবং তাঁর সর্বজনগ্রাহ্য ইমেজ স্টার জলসার TRP-তেও বড়সড় প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে, যুবসমাজ থেকে শুরু করে বয়স্ক দর্শক—সব বয়সী দর্শকের কাছেই দাদা এক ভরসার নাম।

স্টার জলসার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা

স্টার জলসার তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরু থেকেই সৌরভের সঙ্গে যুক্ত শো-গুলির প্রচার শুরু হবে। ‘বিগ বস বাংলা’র শ্যুটিং চলতি বছরের শেষার্ধে শুরু হওয়ার সম্ভাবনা। কুইজ শো-র কনসেপ্ট একেবারে নতুন ও চমকপ্রদ হবে বলেই ইঙ্গিত।

প্রযোজক সংস্থার তরফে একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “সৌরভদা শুধু একজন প্রাক্তন ক্রিকেটারই নন, তিনি এখন বাংলার ব্র্যান্ড। তাঁর সঙ্গে কাজ করাটা শুধু শো নয়, এটা একটা ইমোশন।”

#SouravOnTV #BiggBossBangla #StarJalsha2025 #DadaReturns #125CroreDeal #SouravBiggBossBangla

আরও পড়ুন :

চীন-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে আলোচনার টেবিলে, সুর নরম ট্রাম্পের

রোহিত ও কোহলিরা মাসে ৭ কোটি টাকা বেতন পাবেন, ঘোষণা বিসিসিআইয়ের

ad

আরও পড়ুন: