NEETPG2025
ক্লাউড টিভি রিপোর্ট | ১ জুন ২০২৫ — দেশের ডাক্তারি স্নাতকোত্তর ভর্তি পরীক্ষা NEETPG2025 নিয়ে সুপ্রিম কোর্ট শনিবার এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, এবার থেকে এই পরীক্ষা শুধুমাত্র একটি মাত্র শিফটে আয়োজন করতে হবে, যাতে পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা অক্ষুণ্ন থাকে।
সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে, বহু পরীক্ষার্থীর বহুদিনের অভিযোগ ও আশঙ্কার অবসান ঘটল। পূর্বে NEET-PG পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হত— যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বহু প্রার্থী ও অভিভাবক। এবার সেই ব্যবস্থায় বদল আনলো দেশের সর্বোচ্চ আদালত।
এর আগে জাতীয় পরীক্ষা বোর্ড (NBE) NEET-PG পরীক্ষা সকাল ও বিকালের দুটি শিফটে নিয়ে আসার পরিকল্পনা করেছিল। কিন্তু বহু পরীক্ষার্থী অভিযোগ জানান যে, দুটি শিফটের প্রশ্নপত্রের মান কখনোই সমান হয় না। কারও জন্য প্রশ্নপত্র সহজ, আবার কারও জন্য কঠিন হওয়ায় তৈরি হয় ‘লাকি-আনলাকি’ বিভাজন।
বেঙ্গালুরুতে ৮ মাসের শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস! স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎপরতা শুরু
ডিএ নিয়ে সুপ্রিম কোর্ট বনাম পশ্চিমবঙ্গ সরকার: ১০,০০০ কোটির দায়ভার ও রাজনৈতিক প্রতিক্রিয়া
এই প্রেক্ষিতেই বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হয়। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ— বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়া এই মামলার শুনানি করেন।
আদালত রায়ে স্পষ্টভাবে জানায়:
“ভিন্ন ভিন্ন শিফটে প্রশ্নপত্রের সমতুল মান বজায় রাখা প্রায় অসম্ভব। এতে পরীক্ষার্থীদের মধ্যে সমান সুযোগ ক্ষুণ্ণ হয়, যা শিক্ষাগত ন্যায্যতার পরিপন্থী।”
আদালতের নির্দেশ অনুযায়ী, এবার থেকে NEET-PG পরীক্ষা একটি মাত্র শিফটে অনুষ্ঠিত হবে, যাতে সকল পরীক্ষার্থী একই প্রশ্নপত্রে অংশ নিতে পারেন। এতে করে পরীক্ষার নিরপেক্ষতা ও স্বচ্ছতা অনেকটাই বাড়বে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
জাতীয় পরীক্ষাবোর্ড (NBE) এরই মধ্যে জানিয়ে দিয়েছে, ২০২৫ সালের NEET-PG পরীক্ষা আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। কম্পিউটার ভিত্তিক (CBT) পদ্ধতিতে নেওয়া হবে এই পরীক্ষা। ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের এই রায়ে খুশি অধিকাংশ পরীক্ষার্থী। বহুজন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, অবশেষে একটি ন্যায্য সিদ্ধান্ত এলো যা পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক।
কলকাতার এক NEET-PG প্রস্তুতিপ্রার্থী বলেন,
“দুই শিফটের প্রশ্নপত্রে দারুণ বৈষম্য থাকত। এবার একটি শিফটে সব প্রার্থী পরীক্ষা দিলে লড়াইটা সমান হবে, সেটাই চাই।”
শিক্ষাবিদদের মতে, পরীক্ষার ন্যায্যতা নিশ্চিত করার জন্য এক শিফটে পরীক্ষা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগেও UPSC, SSC বা CAT পরীক্ষার মতো কিছু পরীক্ষায় বহু শিফটের সমান প্রশ্নপত্র নিয়ে বিতর্ক হয়েছে।
একজন প্রবীণ শিক্ষাবিদ বলেন,
“পরীক্ষার মান সমতা যতই দাবী করা হোক না কেন, বাস্তবে সেটা রক্ষা করা কঠিন। সুপ্রিম কোর্টের রায় পুরো দেশের জন্য একটি দৃষ্টান্ত।”
আরও পড়ুন :
আর্জেন্টিনা দলে মেসি, আছেন ইউরোপে সাড়া ফেলা ‘মাস্তান’ও
আইপিএলে ৭৫৯ রান করেও সুদর্শন বলছেন, ‘অনেক উন্নতি করতে হবে আমাকে’