Breaking News

Taslima Nasrin Kolkata

Taslima Nasrin: ১৮ বছর পর বিজেপি সাংসদের তসলিমাকে কলকাতায় ফেরানোর সওয়াল, বাম আমলে ছাড়তে হয়েছিল কলকাতা

'দ্বিখণ্ডিত' বইয়ের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন তসলিমা। এরপরই তাঁকে কলকাতা থেকে চলে যেতে হয়।

Taslima Nasrin Kolkata: A Call for Her Return %%page%% %%sep%% %%sitename%%

Taslima Nasrin Kolkata

ক্লাউড টিভি ডেস্ক : সোমবার সংসদে তসলিমাকে কলকাতায় ফেরানোর (Taslima Nasrin Kolkata) জন্য সওয়াল করেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর আর্জি, উপযুক্ত নিরাপত্তা দিয়ে তসলিমাকে ফেরানো হোক। এদিন সাংসদ বলেন, “তসলিমা কলকাতাকে ভালবাসেন। তিনি কলকাতায় থাকতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান।”

গত বছরের জুলাই মাসে ভারতে থাকা রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তসলিমার। পরে মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়ে তসলিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন। সেই দাবি মেনে রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। তবে ২০০৭ সালের পর আর কলকাতায় ফেরা হয়নি তসলিমার (Taslima Nasrin Kolkata)। তাঁর লেখা দ্বিখণ্ডিত বইটি নিয়ে সেই সময় তৈরি হয় বিতর্ক। তার জেরেই তসলিমার বিরুদ্ধে বিক্ষোভ বাড়ে।

“ট্রোলের জবাবে শালীনতা বজায় রাখলেন রুবেল দাস, নেটিজেনরা প্রশংসায় ভাসালেন”

পাকিস্তানের পাঞ্জাবের কলেজে ‘ভারতীয় নাচ-গান’ নিষিদ্ধ

তসলিমাকে কলকাতা (Taslima Nasrin Kolkata) ছাড়া করার জন্য এদিন কংগ্রেসের দিকে আঙুল তোলেন শমীক। সেই সময় পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় থাকা বামেদেরও এদিন আক্রমণ করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘বামেদের বন্ধুরা সেদিন চুপ ছিলেন।’ একইসঙ্গে তৃণমূল কংগ্রেস কেন কোনও চেষ্টা করল না, সেই প্রশ্নও তুলেছেন শমীক।

প্রসঙ্গত, বই নিয়ে বিতর্কের জেরে একসময় জন্মস্থান বাংলাদেশ ছাড়তে হয়েছিল লেখিকা তসলিমা নাসরিনকে। কলকাতায় আশ্রয় নিয়েছিলেন তিনি। বাম আমলে ১৮ বছর আগে ফের একটি বইয়ের জন্য চরম বিতর্কের মুখে পড়তে হয় সেই লেখিকাকে। ২০০৭ সালে ছাড়তে হয় কলকাতাও (Taslima Nasrin Kolkata)। আপাতত দিল্লিতে রয়েছেন সেই বাঙালি লেখিকা। এবার তাঁকে কলকাতায় ফেরানোর আর্জি জানালেন বিজেপি সাংসদ।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: