Breaking News

TATACompensation

বিমান দুর্ঘটনায় মৃতদের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করল TATA, BJ মেডিক্যাল হস্টেল পুনর্গঠনের আশ্বাসও

টাটা সন্স চেয়ারম্যান চন্দ্রশেখরণের মানবিক বার্তা: ‘আমরা পাশে আছি।’

TATACompensation for Accident Victims Announced %%page%% %%sep%% %%sitename%%

TATACompensation

 ক্লাউড টিভি | আহমেদাবাদ, ১৩ জুন ২০২৫ : আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার পরে, গোটা দেশ যখন শোকস্তব্ধ, তখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর বার্তা দিল TATA গ্রুপ। বৃহস্পতিবার সন্ধ্যায় X (পূর্বতন টুইটার)-এ টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ একটি বিবৃতি প্রকাশ করে জানান, এই দুর্ঘটনায় মৃত প্রতিটি যাত্রীর পরিবারের হাতে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ তুলে দেবে টাটা।

চন্দ্রশেখরণ লেখেন—

“এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা শোকস্তব্ধ ও ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবারকে সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছি। এয়ার ইন্ডিয়া পরিবার এই কঠিন সময়ে একসঙ্গে রয়েছে।”

আহতদের চিকিৎসার সব খরচ দেবে TATA

এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া একমাত্র যাত্রী বিশ্বাস কুমার-সহ আহত আরও কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাটা গ্রুপ জানিয়েছে, আহত প্রত্যেকের চিকিৎসার সমস্ত খরচ বহন করবে তারা। শুধু তাই নয়, মানসিক কাউন্সেলিং, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্বও তারা নেবে।

আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: রানওয়ে ছাড়িয়ে ধোঁয়ার কুন্ডলি, মৃতের সংখ্যা আপাতত অজানা

“আমি বুঝতে পারিনি কীভাবে বেঁচে গেলাম!” — আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া বিশ্বাস কুমার

বিমানটি বিধ্বস্ত হয় আহমেদাবাদের মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজ হোস্টেলের উপর। এতে মারা যান বহু চিকিৎসা শিক্ষার্থী ও ইন্টার্ন। হোস্টেলের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পূরণে পুরো হোস্টেলটি নতুন করে তৈরি করে দেওয়ার ঘোষণা করেছে TATA।

টাটার পক্ষ থেকে জানানো হয়—

“আমরা শুধুমাত্র আর্থিক সাহায্য নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রতিষ্ঠানটি পুনর্গঠনের দায়িত্ব নিচ্ছি। ভবিষ্যতের চিকিৎসকদের পাশে আমরা আছি।”

এই মানবিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাট সরকার এবং বিভিন্ন মহল থেকে টাটা গোষ্ঠীর প্রশংসা করা হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জানান,

“এই কঠিন সময়ে টাটার মতো সংস্থা পাশে দাঁড়ানোয় প্রমাণ হয়, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়ও তারা কতটা গুরুত্ব দেয়।”

আরও পড়ুন :

রেকর্ড দামে বিক্রি রাফায়েল নাদালের ঐতিহাসিক র‍্যাকেট, ফরাসি ওপেন ফাইনালের স্মৃতি এবার সংগ্রাহকের ঘরে

সাদার্ন সমিতির দায়িত্ব মহিলা কোচের হাতে: কলকাতা লিগে ইতিহাস গড়তে চলেছেন সুজাতা কর

ad

আরও পড়ুন: