ParasiticFly NewWorldScrewworm
ক্লাউড টিভি ডেস্ক :যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে চিকিৎসাধীন এক ব্যক্তির শরীরে পাওয়া গেছে ভয়ঙ্কর ধরনের মাংসখেকো পরজীবী মাছি ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ (ParasiticFly NewWorldScrewworm) । আক্রান্ত ব্যক্তি সম্প্রতি গুয়াতেমালা সফর শেষে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র এবং চিকিৎসক মহল নিশ্চিত করেছে যে ঘটনাটি চলতি বছর যুক্তরাষ্ট্রে এ ধরনের প্রথম শনাক্তকরণ।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এবং পরীক্ষার পর তার শরীরে মাছির উপস্থিতি শনাক্ত হয়। সাধারণত এ পরজীবী প্রাণী জীবন্ত প্রাণীদেহে ডিম ফেলে এবং লার্ভা বের হওয়ার পর তা সরাসরি মাংস খেয়ে ফেলে। ফলে প্রাণী বা মানুষ দ্রুত সংক্রমিত হয়ে মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মধ্য আমেরিকা এবং দক্ষিণ মেক্সিকোতে স্ক্রুওয়ার্মের প্রকোপ ক্রমশ বাড়ছে এবং এটি ধীরে ধীরে উত্তরের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।
ক্ষুদ্র নক্ষত্র, দৈত্য গ্রহ! মহাকাশে নতুন বিস্ময় আবিষ্কারে চমকে গেলেন জ্যোতির্বিজ্ঞানীরা
রবিবার (২৪ আগস্ট) সাউথ ডাকোটার পশুচিকিৎসক বেথ থম্পসন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, মেরিল্যান্ডে এই ঘটনার সরাসরি তথ্য পেয়েছেন তিনি গত সপ্তাহে। অন্য এক সূত্র জানায়, তারা ২০ আগস্ট তারিখের কিছু ই-মেইল পেয়েছে যেখানে বিফ অ্যালায়েন্স নামের শিল্পগোষ্ঠীর এক নির্বাহী সদস্য বিষয়টি শিল্প সংশ্লিষ্ট প্রায় ২০ জনের কাছে পাঠিয়েছিলেন। ই-মেইলে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) গুয়াতেমালা থেকে আসা মেরিল্যান্ডের ওই ব্যক্তির শরীরে স্ক্রুওয়ার্ম শনাক্ত করেছে।
সূত্রগুলোর প্রত্যাশা অনুযায়ী, গত সপ্তাহেই অঙ্গরাজ্যভিত্তিক সরকারি পশুচিকিৎসকদের সঙ্গে বৈঠক চলাকালীন সিডিসি এ সংক্রমণের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়। পরবর্তীতে মেরিল্যান্ড অঙ্গরাজ্য সরকারের একজন কর্মকর্তা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই মাংসখেকো পরজীবীটি শুধু প্রাণী বা গবাদিপশুতেই সীমাবদ্ধ নয়, মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে সক্ষম। বিশেষ করে ভ্রমণকারীরা এর ঝুঁকিতে বেশি থাকেন। ফলে যুক্তরাষ্ট্রে গুয়াতেমালা থেকে যাতায়াতকারীদের জন্য এখন সতর্কবার্তা জারি হতে পারে বলে মনে করছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। এছাড়া, গবাদিপশু শিল্পেও এর বড় ধরনের অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি বিশেষজ্ঞরা।
আরও পড়ুন :
রুপালি পর্দা থেকে মুখ্যমন্ত্রীর চেয়ার — ইতিহাস গড়েছেন যারা
জীবনকৃষ্ণের জীবন কি একটি পুকুর বাঁচাতে পারবে? এটাই এখন সব থেকে প্রশ্ন