TilakControversy
ক্লাউড টিভি ডেস্ক : হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ প্রতীক ‘তিলক’ নিয়ে বিতর্কিত মন্তব্য করে চরম বিতর্কের মুখে তামিলনাড়ুর বনমন্ত্রী তথা ডিএমকে নেতা কে পনমুদি (TilakControversy)। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি তিলক পরে থাকা মানুষদের নিয়ে ঘৃণাসূচক রসিকতা করেন বলে অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে তাঁর বক্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিজেপি তীব্র প্রতিবাদ জানায় এবং পনমুদির মন্ত্রিত্ব বাতিলের দাবি তোলে।
ঘটনার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে ডিএমকে। দলের অন্দরে একাধিক নেতা ও কর্মী প্রকাশ্যে পনমুদির TilakControversy) মন্তব্যের বিরোধিতা করেন। সেই অবস্থাতেই দল কড়া অবস্থান নেয়। দলীয় সহ-সচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয় পনমুদিকে। যদিও মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এখনো পর্যন্ত তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেননি।
সিরিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়াঃ ক্রেমলিন
জানা গিয়েছে, একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পনমুদি বলেন, “তিলক পরে থাকা লোকদের দেখলেই বোঝা যায় ওরা কী ধরনের মানুষ।” তাঁর এই বক্তব্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতারা এই মন্তব্যকে হিন্দু ধর্মের অপমান বলে ব্যাখ্যা করে অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তের দাবি জানিয়েছেন।
বিজেপি মুখপাত্র বলেন, “এই মন্তব্য কেবলমাত্র হিন্দু সমাজের অনুভূতিকে অপমান করে না, বরং প্রমাণ করে ডিএমকে নেতারা বারবার কীভাবে হিন্দু সংস্কৃতিকে আঘাত করে আসছেন। এই ধরনের বক্তব্য কোনওভাবেই বরদাস্ত করা যায় না।”
অন্যদিকে, ডিএমকে সরকারের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ধর্মীয় অসহিষ্ণুতা বা বিভেদমূলক বক্তব্য দল সমর্থন করে না। দলের অভ্যন্তরীণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, পনমুদিকে (TilakControversy) সহ-সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। দলের একজন সিনিয়র নেতা বলেন, “পনমুদির বক্তব্য দলীয় অবস্থান নয়। এই মন্তব্য তাঁর ব্যক্তিগত, এবং দল তা সমর্থন করে না।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের মুখে এই ধরনের মন্তব্য ডিএমকের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে। তামিলনাড়ুতে বিজেপির প্রভাব সীমিত হলেও ধর্মীয় ইস্যুতে ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে বিজেপি এই ঘটনাকে কাজে লাগাতে চাইছে।
এদিকে, বিরোধী দলগুলির একাংশও ডিএমকের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছে। পনমুদি (TilakControversy) এখনও তাঁর বক্তব্য প্রত্যাহার না করলেও, চাপের মুখে থাকায় তাঁকে সামনে না এনে দল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।
সব মিলিয়ে, তিলক নিয়ে পনমুদির এক ঘৃণ্য মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। ডিএমকে সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হলেও, বিতর্কে যে আগুন লেগেছে, তা নেভাতে সময় লাগবে বলেই মত রাজনৈতিক মহলের।
#TilakControversy #PonmudiRemark #DMKPolitics
আরও পড়ুন :
সিনেমা প্রযোজনায় নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো
কংগ্রেস বিধায়ক বিনেশ ফোগাটকে স্বীকৃতি দিয়ে নজির গড়ল বিজেপি সরকার