Breaking News

Parmbrata Piya Baby

ঘরে এল খুদে রাজপুত্র, মাতৃসুখে পিয়া চক্রবর্তী, বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়!

পরমব্রত সাময়িক ছুটি নিচ্ছেন শ্যুটিং থেকে, পুরো সময় দেবেন পরিবারকে

Parmbrata Piya Baby Welcomes Newborn Son %%page%% %%sep%% %%sitename%%

Parmbrata Piya Baby

কলকাতা, ২ জুন ২০২৫: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় প্রথমবারের মতো বাবা হলেন। স্ত্রী পিয়া চক্রবর্তী কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম দিলেন এক ফুটফুটে পুত্রসন্তানের (Parmbrata Piya Baby)। চট্টোপাধ্যায় পরিবারে এই খুশির খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া।পিয়া চক্রবর্তী এক সুস্থ শিশুর জন্ম দেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আজ সোমবার সকাল ৮টা নাগাদ পরমব্রত ইনস্টাগ্রামে একটি  ছবি পোস্ট করেন—ছবিতে দেখা যায় ছোট্ট হাত পায়ের ছবি । এর পরেই অভিনন্দন বার্তায় ভরে যায় তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল।

পরমব্রত ও পিয়া একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ভালবাসা। পেশায় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পিয়া দীর্ঘদিন লন্ডনে থাকলেও, পরমব্রতের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর ধীরে ধীরে কলকাতায় ফিরে আসেন।২০২৩ সালের শেষদিকে একান্ত ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন তারা, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। বিয়ের খবর অনেকদিন গোপন থাকলেও পরে পিয়া নিজেই কিছু ছবি শেয়ার করে তা জানান।

সমুদ্রতলে মিলল ১.৪ লাখ বছরের পুরনো শহর, মানুষের পূর্বপুরুষের হাড়-জীবাশ্মে ভরপুর!

শিশুর বার বার জ্বর-ঠান্ডা লাগছে? জানুন সমাধানের ৭ উপায়

সংবাদমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পরমব্রত জানান:
“এই আনন্দের মুহূর্ত ভাষায় প্রকাশ করা যায় না। নতুন জীবনের সূচনা হল। আমরা কৃতজ্ঞ সকলের ভালোবাসা ও আশীর্বাদের জন্য। পিয়া ও আমাদের ছোট্ট ছেলেকে নিয়ে আমরা এখন এক পূর্ণ পরিবার।”

পরমব্রতের এই পোস্টের পরই শুভেচ্ছা জানিয়েছেন টলিউড ও বলিউডের বহু সহকর্মী। স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকে লিখেছেন অভিনন্দন বার্তা। প্রশংসা করেছেন পিয়া ও পরমের এই নিঃশব্দ অথচ স্থিতধী যাত্রার।

পরমব্রতের হাতে বর্তমানে একটি বড় বাজেটের বাংলা ওয়েব সিরিজ এবং একটি হিন্দি ছবির কাজ রয়েছে। তবে পারিবারিক কারণে পরবর্তী কয়েক সপ্তাহ ছুটি নিচ্ছেন তিনি। জানিয়েছেন, “এই সময়টা আমি আমার সন্তানের প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম ধরা সব কিছু কাছ থেকে দেখতে চাই।”

চট্টোপাধ্যায় পরিবারে এখন আনন্দের ঢেউ। পরমব্রতের মা ও আত্মীয়রা বর্তমানে হাসপাতালে আছেন নবজাতক ও পিয়ার পাশে। খুব শীঘ্রই ছেলেকে নিয়ে বাড়ি ফিরবেন পিয়া।

ভক্তরা কমেন্ট করছেন:
“অভিনন্দন পরমদা! ছোট্ট পরম কে দেখতে চাই!”
“পরিবারে নতুন সদস্যের আগমনে অনেক ভালোবাসা জানাই।”
“এই নতুন অধ্যায়ে শুভ কামনা রইল!”

আরও পড়ুন :

রোহিতের আইপিএল দৌড় থামালেন শ্রেয়স আয়ার, এবার কি তবে বিরাটের পালা

নাইজেরিয়ার ‘পাপারাজ্জি গ্রিল’ খেয়ে অসুস্থ অনির্বাণ! কলকাতায় ফিরে দৌড় হাসপাতালে

ad

আরও পড়ুন: