AhmedabadPlaneCrash
আহমেদাবাদ | ১২ জুন ২০২৫ : আহমেদাবাদে ঘটল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটির জেরে মেঘানিনগর এলাকায় বিধ্বস্ত হয়।
দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে প্রাণহানির সংখ্যা জানা না গেলেও, প্রত্যক্ষদর্শীরা বলছেন, “দূর থেকেই ধোঁয়া ও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল চারপাশ”।
বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ, এয়ার ইন্ডিয়ার Boeing 787 Dreamliner বিমানটি আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকঅফ করে। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর।
ফ্লাইট ছাড়ার মাত্র ৩ থেকে ৫ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়। সেসময় বিমানটি মাত্র ৬০০–৭০০ ফুট উচ্চতায় ছিল। এরপর দ্রুত গতিতে তা নামতে শুরু করে এবং মেঘানিনগর এলাকার কাছে একটি ঘন বসতিপূর্ণ অঞ্চলে বিধ্বস্ত হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই প্রবল শব্দে বিস্ফোরণ হয়। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানটি। কালো ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে ফেলে আকাশ। স্থানীয় বাসিন্দারা জানান, তারা প্রথমে ভেবেছিলেন, কোন কারখানায় আগুন লেগেছে। পরে বোঝা যায়, এটি একটি যাত্রীবাহী বিমান।
দুর্ঘটনাস্থলের কাছে থাকা এক দোকানদার জানান,
“একটা বিকট আওয়াজের পর কেঁপে উঠল মাটি। ছুটে গিয়ে দেখি সামনে আগুন, ধোঁয়া আর একটা ভাঙা বিমান।”
ঘটনার পরই এলাকার সমস্ত রাস্তা ঘিরে ফেলা হয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে এনডিআরএফ, সিভিল ডিফেন্স, দমকল ও অ্যাম্বুল্যান্স বাহিনী। আশপাশের বাড়িগুলি থেকে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফ্লাইট AI171–তে মোট ২৪৪ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে:
যাত্রী: ২৩২
ক্রু ও পাইলট: ১২
তবে কিছু রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা ২৩৩ থেকে ২৪০+ এর মধ্যে।
বর্তমানে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে নিশ্চিত কোনো চূড়ান্ত সংখ্যা জানানো হয়নি।
এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান জানিয়েছেন, বিমানে থাকা যাত্রীদের পরিবারদের জন্য জরুরি সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে।
দুর্ঘটনার পর DGCA (Directorate General of Civil Aviation) ও এয়ারক্র্যাশ ইনভেস্টিগেশন ব্যুরো মাঠে নেমেছে।
বিমানটির “ব্ল্যাক বক্স” খোঁজার কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, হয়ত টেকঅফের সময় ইঞ্জিন ফেলিওর ঘটেছে অথবা হাইড্রলিক সিস্টেম বিকল হয়েছে।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইট করে দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাটি সম্পর্কে আপডেট নিচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় প্রশাসন সমস্ত হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে।
View this post on Instagram
আরও পড়ুন :
ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে হত্যা: প্রেমিককে ‘খুন’ করে দেহ ৩ দিন ফ্রিজারে রাখল চিকিৎসক ভাই
পশ্চিমবঙ্গজুড়ে ফের গরমের ছুটি: ১৩ ও ১৪ জুন বন্ধ থাকবে সব সরকারি স্কুল