স্বপ্নভঙ্গ: লন্ডনে পরিবার নিয়ে নতুন জীবনের পথে পা রাখতেই মাঝ আকাশে নিভে গেল প্রতীক জোশীর পরিবার

ছয় বছরের প্রতীক্ষা শেষে লন্ডনে পরিবার নিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীক জোশী। আহমেদাবাদ থেকে রওনা দেওয়ার মুহূর্তে ছিল হাসিমুখ, উচ্ছ্বাসে ভরা ছবি। অথচ সেই সেলফিই আজ মৃত্যুর স্মারক।