Breaking News

TripuraMurder

ত্রিকোণ প্রেমের টানাপোড়েনে হত্যা: প্রেমিককে ‘খুন’ করে দেহ ৩ দিন ফ্রিজারে রাখল চিকিৎসক ভাই

প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, পরিবারের সম্মান রক্ষার্থে ও প্রেমে ইতি টানতেই শরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

TripuraMurder : man-strangled-body-stuffed-in-freezer

TripuraMurder

ত্রিপুরা  | ১২ জুন ২০২৫ :  ত্রিপুরার ধলাই জেলায় ঘটে গেল এক ভয়াবহ ঘটনা (TripuraMurder)। লাভ জেহাদ না ত্রিকোণ প্রেম? নৃশংসভাবে খুন ত্রিপুরার এক যুবক। খুনের পর তিনদিন মৃতদেহ ডিপ ফ্রিজে রেখে দেওয়া হল। হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ এক চিকিৎসক। ২৪–২৬ বছরের এক যুবক, শরিফুল ইসলাম — যিনি আগরতলার “Smart City Mission”-এর ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন — সর্বশেষ ৮ জুন সে‑শহরের ইন্দ্রনগর থেকে নিখোঁজ হয়। পরিবারের তরফে নিখোঁজের মামলা দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে  আসে ত্রিকোণ প্রেমের থেকে জন্ম নেওয়া ভয়াবহ হত্যার পরিকল্পনা।

অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত গৌরব কুন্ডির হাঁটু দিয়ে গলা চেপে ধরল পুলিশ: জর্জ ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি?

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

গোটা ঘটনার পরিষ্কার চিত্র পাওয়া গেলে জানা যায়, ঘটনার মূল অভিযুক্ত একজন ডাক্তার (দিবাকর সাহা, বয়স ২৮)। ইন্দ্রনগরের বাড়ি থেকে শরিফুলকে গিফট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় মূল অভিযুক্ত ডা. দিবাকর সাহা। এরপর থেকেই নিখোঁজ ছিলেন শরিফুল। পরিবারের তরফে থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়। তদন্তে নেমে পুলিশ সোমবার দিবাকরকে আটক করে। কয়েক দফা টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বুধবার ওই চিকিৎসক খুনের কথা স্বীকার করে খুনের কথা।দিবাকরের কাকার মেয়ের সঙ্গে শরিফুলের আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু শরিফুল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, পরিবারের সম্মান রক্ষার্থে ও প্রেমে ইতি টানতেই শরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ওই তুতো বোনের প্রতি আকৃষ্ট ছিলেন দিবাকর নিজেও।জিজ্ঞাসাবাদে পুলিশকে দিবাকর জানিয়েছে, সে শরিফুলকে খুন করে পলিথিনে মুড়ে একটি সুটকেসে ভরে নারায়ণপুরের তাদের দোকানে নিয়ে আসে এবং সেখানে একটি ডিপ ফ্রিজে দেহটি রেখে দেয়। দিবাকরের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বুধবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী ও ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়ে দোকানের ডিপ ফ্রিজ থেকে মৃতদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন :

পশ্চিমবঙ্গজুড়ে ফের গরমের ছুটি: ১৩ ও ১৪ জুন বন্ধ থাকবে সব সরকারি স্কুল

জি-৭ সম্মেলনের পথে প্রবল তুরস্ক বিরোধী দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে জ্বালানি ভরতে থামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ad

আরও পড়ুন: