Breaking News

TrumpAdministration MassLayoffs

মার্কিন পররাষ্ট্র দপ্তরে গণছাঁটাই, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক ও মানবিক কার্যক্রম

মার্কিন পররাষ্ট্র দপ্তরে একসঙ্গে সহস্রাধিক কর্মী ছাঁটাই করল ট্রাম্প প্রশাসন। ক্ষতিগ্রস্ত হচ্ছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মানবিক কার্যক্রম, সমালোচনার মুখে সরকার।

TrumpAdministration MassLayoffs: A Shocking Decision %%page%% %%sep%% %%sitename%%

TrumpAdministration MassLayoffs

ক্লাউড টিভি ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : মার্কিন পররাষ্ট্র দপ্তরে ঘটল অভূতপূর্ব গণছাঁটাই। বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ১,১০৭ জন সিভিল সার্ভিস কর্মী এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা—মোট ১,৩৫৩ জন কর্মীকে ছাঁটাই (TrumpAdministration MassLayoffs) করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ‘দপ্তর ঢেলে সাজানোর নীতি’র অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই ছাঁটাই নতুন করে কেন্দ্রীয় প্রশাসনিক রূপান্তরের নির্দেশ দিচ্ছে। বছর শুরুর দিকে স্বেচ্ছায় পদত্যাগ করেন প্রায় ১,৫০০ জন কর্মী। এবার বাধ্যতামূলকভাবে বহু অভিজ্ঞ কর্মকর্তা ও কর্মীকে ছাঁটাই করায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান এবং মানবিক সহায়তা নীতিগুলি বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এই ছাঁটাইয়ের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে:

  • ব্যুরো অব পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন (PRM)–এর অফিস অব অ্যাডমিশন-এ

  • ‘কো-অর্ডিনেটর ফর আফগান রিলোকেশন এফোর্টস (CARE)’ নামক সংস্থায়

এই দুই দপ্তর বিশ্বব্যাপী শরণার্থী পুনর্বাসন ও আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করত। এই ছাঁটাইয়ে অনেক প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে বা দীর্ঘ বিলম্বের মুখে পড়তে পারে।

ভারতের আকাশে মৃত্যুর ছায়া: আহমেদাবাদ-সহ ইতিহাসের প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলো ফিরে দেখা

‘খামেনিকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না’, সোরোকা হাসপাতালে ইরানের হামলার পর ইজরায়েলের সরাসরি হুমকি

ছাঁটাইয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, কর্মীরা অফিস ত্যাগ করছেন চোখে জল নিয়ে। লবিতে সহকর্মীরা একে অপরকে জড়িয়ে ধরছেন, কেউ হাত নাড়ছেন, কেউ বাক্সে জিনিস গুছিয়ে নিচ্ছেন।

বিল্ডিংয়ের বাইরে দেখা গেছে বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড হাতে:

  • Thank you to America’s Diplomats

  • We All Deserve Better

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বর্তমানে মালয়েশিয়া সফরে, বলেন—

“এটা কর্মী ছাঁটাই নয়, বরং পদের অবলুপ্তি। দপ্তর যখন বন্ধ হয়, তখন সেই দপ্তরের পদগুলোও অপ্রয়োজনীয় হয়ে পড়ে।”

তবে তার এই বক্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, ‘পদ নয়, বাস্তবে মানুষের ভবিষ্যত কাটা হচ্ছে’, কারণ পদে থাকা ব্যক্তিরাই বাস্তবে দায়িত্ব পালন করতেন।

আরও পড়ুন :

লর্ডসের ফাইফারের পর এমসিসি জাদুঘরে জুতা দান করলেন জসপ্রীত বুমরাহ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিশ্চিত ১৫ দেশ, প্রথমবার জায়গা করে নিল ইতালি

ad

আরও পড়ুন: