Breaking News

TrumpHealthUpdate VenousInsufficiency

শিরার সমস্যায় ভুগছেন ট্রাম্প, হোয়াইট হাউসের বিবৃতিতে স্বাস্থ্য জল্পনার অবসান

সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের ফোলা পা ও হাতে রক্তাক্ত দাগের ছবি ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল। হোয়াইট হাউস জানিয়েছে, তিনি শিরার রক্ত চলাচলের সমস্যা ‘ভেনাস ইনসাফিসিয়েন্সি’-তে ভুগছেন, যা বয়সজনিত এবং চিকিৎসাধীন। গুরুতর কোনও জটিলতা নেই, তিনি স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।

TrumpHealthUpdate VenousInsufficiency Explained %%page%% %%sep%% %%sitename%%

TrumpHealthUpdate VenousInsufficiency

ক্লাউড টিভি আন্তর্জাতিক ডেস্ক | ১৮ জুলাই, ২০২৫ : শেষ কয়েকদিন ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর নিয়ে চলছিল নানা জল্পনা। কখনও তার ফোলা পা, কখনও হাতে রক্তাক্ত দাগ — সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিগুলোর ভিত্তিতে জনমনে উদ্বেগ বেড়েছিল। শেষমেশ, হোয়াইট হাউসের তরফে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প ‘ভেনাস ইনসাফিসিয়েন্সি’ (TrumpHealthUpdate VenousInsufficiency)-র মতো এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন। তবে, তার সামগ্রিক শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন বলে জানান প্রেসিডেন্টের চিকিৎসক দল।

ফিফা ক্লাব বিশ্বকাপে ভাইরাল হয় ‘ফোলা পা’

কয়েক দিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোলা পা ফ্রেমবন্দি করেন আন্তর্জাতিক সংবাদসংস্থার চিত্র সাংবাদিকেরা। ছবিগুলো ভাইরাল হতেই শুরু হয় জল্পনা। এরপরই হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে ট্রাম্পের ডান হাতে রক্তাক্ত চিহ্ন দেখা যায়। এমনকি বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে, তিনি ক্লান্ত এবং স্বাভাবিকের তুলনায় অনেকটাই মন্থর গতিতে হাঁটছেন।

চিকিৎসকদের মতে বয়সজনিত সমস্যা

ট্রাম্পের বয়স ৭৯ ছুঁইছুঁই। এই বয়সে ‘ভেনাস ইনসাফিসিয়েন্সি’ বা শিরার রক্ত প্রবাহে বিঘ্ন হওয়া স্বাভাবিক বলেই মনে করছেন চিকিৎসকেরা। এই সমস্যায় শিরার ভিতরে থাকা ভাল্বগুলি দুর্বল হয়ে পড়ে, ফলে পায়ের শিরা থেকে রক্ত সঠিকভাবে হৃদয়ে ফিরে আসতে পারে না। এর ফলে পায়ে রক্ত জমে, ফুলে যায় এবং কখনও কখনও রক্তের দাগ বা চর্মরোগ দেখা দেয়।

নাইজেরিয়ার ‘পাপারাজ্জি গ্রিল’ খেয়ে অসুস্থ অনির্বাণ! কলকাতায় ফিরে দৌড় হাসপাতালে

ওয়াকফের মাঝেই ভ্রাতৃত্বের অনন্য নজির: হিন্দু বৃদ্ধের শরীরে দুই মুসলিমের রক্ত!

কোনও গুরুতর ধমনী সমস্যা নেই

হোয়াইট হাউসের চিকিৎসক দলের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্টে গভীর ধমনী (Deep Vein Thrombosis)-সংক্রান্ত কোনও গুরুতর সমস্যা ধরা পড়েনি। অর্থাৎ, যে রকম গুরুতর রক্ত জমাট বাঁধার আশঙ্কা অনেকেই করছিলেন, তা হয়নি। অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষাও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, “তিনি প্রতিদিন রুটিন স্বাস্থ্যপরীক্ষা করাচ্ছেন। ডায়েট ও হালকা ব্যায়ামের মধ্যে রয়েছেন।”

রাজনৈতিক মহলে আলোচনা ও বিতর্ক

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তোলপাড়। ডেমোক্র্যাটিক পার্টির বেশ কয়েকজন নেতার দাবি, দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তির স্বাস্থ্যের বিষয়ে আরও স্বচ্ছতা রাখা জরুরি। কেউ কেউ মনে করছেন, ২০২4 সালের নির্বাচনে হারার পর ২০২৮-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে ফের মঞ্চে ফিরে আসা ট্রাম্পের জন্য এই স্বাস্থ্য ইস্যু একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াতে পারে।

অন্যদিকে, রিপাবলিকান সমর্থকেরা বলছেন, এই সমস্যা বয়সজনিত ও নিয়ন্ত্রণে রয়েছে, যা নিয়ে অযথা অতিরঞ্জন করা হচ্ছে।

আরও পড়ুন :

সইফ আলি খানের ‘নবাবি সম্পত্তি’ কেন হলো শত্রু সম্পত্তি

দলাই লামার ছদ্মবেশে পালানোর নাটকীয় ইতিহাস: তিব্বতের প্রাসাদ থেকে ভারতের অভিমুখে এক বিপজ্জনক যাত্রা

ad

আরও পড়ুন: