ভয়ংকর বোমা ‘গাজাপ’ তৈরি করল তুরস্ক, বিস্ফোরণে কাঁপবে শত্রুর ঘাঁটি

তুরস্ক বিগত কয়েক বছরে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, ও যুদ্ধাস্ত্র উৎপাদনে স্বনির্ভর হয়েছে। এবার গাজাপের মাধ্যমে তাদের ‘ভারী বোমা অস্ত্র’ বিভাগেও আত্মবিশ্বাস স্পষ্ট।