UP Woman TrafficPolice
ক্লাউড টিভি ডেস্ক : উত্তর প্রদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো রাজ্যের সাতটি বড় শহরে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে চলেছেন শুধুই নারী পুলিশ কর্মীরা (UP Woman TrafficPolice) । উত্তর প্রদেশ পুলিশ এই পদক্ষেপকে একটি ঐতিহাসিক ও লিঙ্গ-সমতার প্রতীকী সিদ্ধান্ত বলে বর্ণনা করেছে।
লখনৌ, কানপুর, গাজিয়াবাদ, প্রয়াগরাজ, বারানসি, আগ্রা ও গৌতম বুথ নগর—এই সাতটি কমিশনারেট শহরে সম্পূর্ণ নারী ট্রাফিক কর্মী মোতায়েন করা হবে। এতে ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রম নতুন আকারে রূপ পাবে।
এই উদ্যোগের আওতায় মোট ৬০০ নারী কর্মী যুক্ত হবেন। প্রতিটি কমিশনারেটে ১৩ জন হেড কনস্টেবল ও ৩০ জন কনস্টেবল থাকবেন। অর্থাৎ প্রতিটি শহরের গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ততম এলাকায় নারী পুলিশদের উপস্থিতি নিশ্চিত করা হবে।
স্বামীর কীর্তির ছায়ায় লুকিয়ে থাকা আলোকবর্তিকা: অবলা বসু, প্রথম বাঙালি মহিলা ডাক্তারি পড়ুয়া
নারী কর্মীদের বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে। প্রথমে তাদের সার্ভিস রেকর্ড পরীক্ষা করা হবে। এরপর দেখা হবে তারা ট্রাফিক দায়িত্ব পালনে আগ্রহী কি না। সবশেষে একটি ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
নির্বাচিত কর্মীদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে এক মাসের প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে ট্রাফিক ম্যানেজমেন্ট, জনসংযোগ, প্রযুক্তি ব্যবহার ও আইন প্রয়োগ বিষয়ে আলাদা নির্দেশনা দেওয়া হবে। অক্টোবর মাস থেকে মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করবেন এরা।
উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, এই উদ্যোগ কেবল ট্রাফিক নিয়ন্ত্রণে মানবসম্পদ বৃদ্ধি করবে না, বরং সমাজে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার বার্তাও পৌঁছে দেবে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, নারী পুলিশদের সঙ্গে সাধারণ মানুষ সহজে কথোপকথন করেন এবং তাদের নির্দেশ মেনে চলেন। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে সরকার আরও ৫,০০০ পুরুষ পুলিশ সদস্যকে ট্রাফিক বিভাগে যুক্ত করার অনুমোদন দিয়েছে। ফলে নারী ও পুরুষ মিলিয়ে রাজ্যের ট্রাফিক ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে। এর ফলে যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা হ্রাস এবং ট্রাফিক আইনের প্রয়োগ আরও কার্যকরভাবে সম্ভব হবে।
ভারতের অন্য বড় শহর যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই ও পাটনায় বহুদিন ধরেই নারী ট্রাফিক পুলিশ কাজ করছেন। তবে উত্তর প্রদেশ এবার এক ধাপ এগিয়ে গিয়ে পুরোপুরি নারী ট্রাফিক ইউনিট গড়ে তোলার মাধ্যমে নজির সৃষ্টি করছে।
আরও পড়ুন :
দর্শকদের চোখে শাহরুখেরই জেরক্স কপি আরিয়ান
গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা, শিউরে উঠলেন দম্পতি