Breaking News

JiddiIshq

বদলে গেল নাম, আসছে রাজ চক্রবর্তীর প্রথম হিন্দি সিরিজ় ‘জিদ্দি ইশক’

পরিণীতা নয়, এবার নাম ‘জিদ্দি ইশক’

JiddiIshq: A New Era in Hindi Web Series %%page%% %%sep%% %%sitename%%

JiddiIshq

মুম্বাই, ২০  মে (ক্লাউড টিভি): টালিগঞ্জের সফল পরিচালক রাজ চক্রবর্তী এ বার পা রাখছেন হিন্দি বিনোদন দুনিয়ায়। বহু চর্চিত তাঁর প্রথম হিন্দি ওয়েব সিরিজ় শুরুতে পরিচিত ছিল ‘পরিণীতা’ নামে। কিন্তু এবার বদলে গেল সেই নাম—নতুন নাম ‘জিদ্দি ইশক’ (JiddiIshq )। সিরিজ়ের প্রেক্ষাপট ও গল্পের স্বাতন্ত্র্য বোঝাতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক নিজেই।

শোনা যাচ্ছিল, সিরিজ়টি রাজের ২০১৯ সালের ছবি ‘পরিণীতা’র নামেই তৈরি হবে। কিন্তু রাজ জানালেন, “ছবির গল্প যেখানে শেষ, সিরিজ়ের গল্প সেখান থেকে শুরু। দু’টি চিত্রনাট্যের কোনও মিল নেই।” অর্থাৎ এটি কোনও রিমেক নয়, বরং এক নতুন কাহিনির আত্মপ্রকাশ।

মুম্বইয়ে রাজ চক্রবর্তী! ‘অনুপমা’তে নতুন ধারাবাহিকের পরিচালনায় ব্যস্ত পরিচালক

রাজ কাপুর বলেছিলেন “এই আমার গঙ্গা”; মন্দাকিনী নয়, কে ছিলেন রাজ কাপুরের প্রথম পছন্দ

‘জিদ্দি ইশক’ (JiddiIshq ) -এ প্রেম, জেদ, স্বপ্নভঙ্গ, এবং জীবনের দ্বন্দ্বের এক ঘনীভূত ছবি উঠে আসবে। গল্প আবর্তিত হবে এমন কিছু চরিত্রকে ঘিরে, যারা সমাজের নিয়ম ভেঙে নিজের মতো করে ভালোবাসা ও জীবনের সংজ্ঞা খোঁজে।যদিও এখনো পর্যন্ত সিরিজ়ের পুরো কাস্টিং প্রকাশ্যে আসেনি, তবে জানা যাচ্ছে, হিন্দি বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ থাকছেন এই সিরিজ়ে। বাংলা থেকে কেউ থাকছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সিরিজ়ের পোস্ট-প্রোডাকশনের কাজ এখন জোরকদমে চলছে। বিশেষ যত্ন নিয়ে নির্মাণ করা হচ্ছে প্রতিটি দৃশ্য, কারণ এটি রাজের প্রথম হিন্দি প্রজেক্ট। বাংলা সিনেমার বাইরে হিন্দি দুনিয়ায় নিজের পরিচয় গড়ার এই মুহূর্তকে রাজ গুরুত্ব দিচ্ছেন সব দিক থেকেই।

পরিকল্পনা অনুযায়ী, আসন্ন জুলাই মাসেই জাতীয় স্তরের একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘জিদ্দি ইশক’। এখনো প্ল্যাটফর্মটির নাম ঘোষণা হয়নি, তবে রাজসূত্রে জানা যাচ্ছে, এটি একটি বড় সংস্থার সঙ্গে যুক্ত। রাজ চক্রবর্তীর এই নতুন যাত্রা নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটি গর্বের বিষয়। টালিগঞ্জের পরিচিত গণ্ডি ছাড়িয়ে হিন্দি বাজারে পৌঁছানো সহজ নয়। তবে রাজ তাঁর পরিচালনার দক্ষতা ও কনটেন্টের গভীরতার জোরে এই পথ মসৃণ করতে চাইছেন।

তাঁর মতে, “ভাষা কোনও বাধা নয়, যদি গল্প বলার ইচ্ছে থাকে।” এই মন্ত্রেই তিনি এখন হিন্দি সিরিজ়ের জগতে পা রাখছেন।

আরও পড়ুন :

২২ মে থেকে পশ্চিমবঙ্গে ৭২ ঘণ্টার বাস ধর্মঘট, বিপাকে নিত্যযাত্রী; কী বলছেন মালিকপক্ষ?

শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল সফর করবে পানামা, কলম্বিয়া, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র

ad

আরও পড়ুন: