Breaking News

উত্তর প্রদেশ ভুয়ো ভোটার

ভুয়ো ভোটার ধরা পড়তেই উত্তর প্রদেশে পঞ্চায়েত ভোটের আগে কোণঠাসা বিজেপি

উত্তর প্রদেশে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে এক কোটি ভুয়ো ভোটার ধরা পড়েছে। এআই প্রযুক্তিতে তৈরি চাঞ্চল্য, বিজেপি কোণঠাসা।

উত্তর প্রদেশে এক কোটি ভুয়ো ভোটার শনাক্ত, কোণঠাসা বিজেপি

উত্তর প্রদেশ ভুয়ো ভোটার

ক্লাউড টিভি ডেস্ক: উত্তর প্রদেশের আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। নির্বাচন কমিশন রাজ্যের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। দাবি করা হয়েছে, অন্তত এক কোটি ভুয়ো ভোটার ধরা পড়েছে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি কার্যত রক্ষণাত্মক অবস্থানে চলে গেছে।

কমিশনের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, একই নাম ও একই ঠিকানা ব্যবহার করে বহু ভোটার একাধিকবার তালিকাভুক্ত হয়েছে। এমনকি ভোটারদের লিঙ্গ ও বয়সও অনেক ক্ষেত্রে হুবহু মিলে গেছে। এই প্রথমবার উত্তর প্রদেশে ভোটার তালিকা খতিয়ে দেখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে রাজ্যজুড়ে আলোড়ন তৈরি হয়েছে।

রাজ্য নির্বাচনী কর্মকর্তা রাজপ্রতাপ সিং জানিয়েছেন, “ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতেই এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তাঁর মতে, এ পদক্ষেপ শুধু আসন্ন নির্বাচনেই নয়, ভবিষ্যতের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে কমিশনের নির্দেশে বুথ লেভেল অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই করতে বলা হয়েছে। সন্দেহজনক নাম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তালিকা থেকে বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংবেদনশীল বুথগুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত চালানো হবে, যাতে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

বিরোধী শিবির বিজেপিকে কড়া আক্রমণ করেছে। কংগ্রেস এবং সমাজবাদী পার্টির দাবি, দীর্ঘদিন ধরে ভুয়ো ভোটারদের আশ্রয় দিয়ে বিজেপি নির্বাচনী সুবিধা নিয়েছে। বিরোধীদের মতে, এআই প্রযুক্তির মাধ্যমে প্রথমবার প্রকৃত সত্য প্রকাশ্যে এসেছে। ফলে বিজেপি এখন চাপে পড়ে গেছে।

একজন সমাজবাদী পার্টি নেতা বলেন, “ভুয়া ভোটারদের ব্যবহার করে বিজেপি অনেক বছর ধরে গ্রামীণ ভোটে আধিপত্য কায়েম করেছে। তবে এবার কমিশনের পদক্ষেপে তাদের কৌশল ভেস্তে যাচ্ছে।”

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্বাচনী প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছিল। তারা জোর দিয়ে বলছে, কমিশনের রিপোর্ট প্রমাণ করেছে যে বিজেপি গণতন্ত্রকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে।

বিহারে প্রকাশিত খসড়া ভোটার তালিকা, কোন রাজনৈতিক দলের আপত্তি নেই: জানাল নির্বাচন কমিশন

কংগ্রেসের তুরস্ক অফিস সংক্রান্ত ভুয়ো খবর প্রচার, নিঃশর্ত ক্ষমা চাইল অর্ণব গোস্বামীর রিপাবলিক

অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের মুখপাত্র জানিয়েছেন, এই ধরনের ভুয়ো ভোটার বহু বছর ধরেই বিভিন্ন দলে সমানভাবে ছড়িয়ে রয়েছে। বিজেপি কখনোই তা থেকে সুবিধা নেয়নি। বরং নির্বাচন কমিশনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে শাসক দল। তারা দাবি করছে, পরিষ্কার ভোটার তালিকা হলে সুষ্ঠু নির্বাচনই অনুষ্ঠিত হবে।

তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভুয়ো ভোটারের ইস্যুতে বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। কারণ বিরোধীরা বিষয়টি নিয়ে জোরদার প্রচার চালাতে শুরু করেছে।

ভোটার তালিকায় ভুয়ো নাম খুঁজে বের করতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বড় ভূমিকা রাখছে। ফেস রেকগনিশন সফটওয়্যারের মাধ্যমে ভোটারদের মুখাবয়ব মিলিয়ে দেখা হচ্ছে। এর ফলে একই ব্যক্তির নাম একাধিকবার তালিকাভুক্ত করা হয়েছে কিনা তা সহজেই ধরা পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে দেশের সব রাজ্যে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হলে ভোট প্রক্রিয়ায় কারচুপি অনেকাংশে রোধ করা সম্ভব হবে। তবে প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে শক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলেও তারা সতর্ক করেছেন।

উত্তর প্রদেশে পঞ্চায়েত ভোট সবসময়ই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এবার ভুয়ো ভোটার কেলেঙ্কারির কারণে নির্বাচনের আগেই উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। বিরোধীরা বিষয়টিকে ইস্যু করে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দল পরিস্থিতি সামাল দিতে মরিয়া। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কমিশনের পদক্ষেপ কতটা কার্যকর হয় এবং রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা ফিরিয়ে আনতে পারে কিনা।

আরও পড়ুন :

Detention Camps in India: ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, সব রাজ্যকে নির্দেশ! কাদের রাখা হবে? জানালেন অমিত শাহ

AI এর যুগে মেডিকেল সায়েন্সের জাদু : ঘরে বসেই শনাক্ত হবে হৃদরোগ, বদলে যাচ্ছে স্টেথোস্কোপের ইতিহাস

ad

আরও পড়ুন: