UttarakhandFloods SaraAliKhan
ক্লাউড টিভি ডেস্ক : উত্তরাখণ্ডে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারলেন না বলিউড অভিনেত্রী সারা আলি খান। নিজের অভিষেক ছবি ‘কেদারনাথ’-এর স্মৃতিচারণা করে তিনি জানিয়েছেন, এই পাহাড়ি রাজ্যের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে বহু আগেই। কেদারনাথ সিনেমার শুটিং করতে গিয়ে যেভাবে তিনি প্রকৃতির রুদ্র রূপ দেখেছিলেন, তেমনই হৃদয়বিদারক অভিজ্ঞতা (UttarakhandFloods SaraAliKhan) এবারও তাঁকে নাড়িয়ে দিয়েছে।
উত্তরকাশী জেলার ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকায় মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে তছনছ হয়ে গেছে পুরো এলাকা। মাত্র ৩০ সেকেন্ডেই গ্রাম, হোটেল, রাস্তাঘাট—সবকিছু নিশ্চিহ্ন হয়ে যায়। ইতোমধ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তর ১৩০ জনকে উদ্ধার করেছে।
হাসপাতালে ভর্তি ডেভিড বেকহ্যাম : পুরনো আঘাতই কি ফিরল নতুন করে?
সামাজিক মাধ্যমে সারা আলি খান লেখেন—
“উত্তরাখণ্ডের ঘটনায় যাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাদের প্রতি আমার সমবেদনা রইল। প্রত্যেকে যাতে শক্তি সঞ্চার করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।”
তাঁর পোস্টে তিনি আরও জানিয়েছেন, দুর্গতদের সাহায্যের জন্য যে আপদকালীন নম্বরগুলি প্রকাশ করা হয়েছে, সেগুলিও তিনি শেয়ার করেছেন।
এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন হরিদ্বারে জন্মানো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও। নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন—
“আমি হরিদ্বারের মেয়ে। তাই উত্তরাখণ্ডের প্রতিটি শ্বাসে, প্রতিটি মানুষের মধ্যে নিজের আত্মার খোঁজ পাই। উত্তরকাশীতে যা ঘটল, তা ভাষায় প্রকাশ করা যায় না।”
বিপর্যয়ের ভয়াবহতা:
মাত্র ৩০ সেকেন্ডের হড়পা বানে গ্রাম নিশ্চিহ্ন
বহু বাড়ি, হোটেল ধসে পড়েছে
২৫০০ ফুট উচ্চতা থেকে ধেয়ে এসেছে কাদা ও পাথরের ধ্বংসাত্মক স্রোত
দুঃসহ ভিডিওগুলো ভাইরাল সামাজিক মাধ্যমে
উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে জোরকদমে। বিপর্যস্তদের জন্য আপৎকালীন নম্বর চালু করা হয়েছে এবং আশ্রয় শিবির খোলা হয়েছে বিভিন্ন স্থানে।
আরও পড়ুন :
ভয়ংকর দাবানলের হানা ফ্রান্সে, পুড়ছে প্যারিসের চেয়েও বিশাল এলাকা
‘সবচেয়ে খারাপ মা’কে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার!