VaishnoDevi Landslide
ক্লাউড টিভি ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কাটরায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল অন্তত ৩০ জন পুণ্যার্থীর। বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। টানা ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় হঠাৎ ধস নামে (VaishnoDevi Landslide) এবং মুহূর্তের মধ্যে যাত্রাপথ ঢেকে যায় কাদামাটি ও পাথরে। দুর্ঘটনার পর থেকেই এলাকায় নেমে এসেছে তীব্র আতঙ্ক।
ঘটনার পর রাতভর উদ্ধারকাজ চালিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। গভীর রাত পর্যন্ত চলা অভিযানে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় কমপক্ষে ৩০ জনের দেহ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আরও অনেক পুণ্যার্থী নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শুধু বৈষ্ণোদেবীর পথেই নয়, ভারী বৃষ্টির কারণে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায় ধস নেমেছে। স্থানীয় মানুষ আতঙ্কে ভুগছেন এবং বহু গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও জোরালো বৃষ্টি চলতে পারে। পাহাড়ি ও নিচু এলাকার বাসিন্দাদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। এর ফলে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
অন্যদিকে, প্রশাসনের তরফ থেকে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধসকবলিত এলাকায় ভিড় এড়াতে পুণ্যার্থীদের মন্দিরমুখী যাত্রা আপাতত থামিয়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং উদ্ধারকাজ জারি রয়েছে।
আরও পড়ুন :
হিসেব না দিলে অনুদান নয়, নির্দেশ হাইকোর্টের
পুজোয় অতিরিক্ত বাস পরিষেবা, শপিং স্পেশাল ও নাইট সার্ভিস চালুর ঘোষণা পরিবহন মন্ত্রীর