Breaking News

VijayRupani

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, রাজকোটে হবে শেষকৃত্য

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় নিহত বিজয় রূপানির দেহ শনাক্ত হল ডিএনএ পরীক্ষায়। রাজকোটে রাষ্ট্রীয় সম্মান সহ হবে শেষকৃত্য, শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিজেপি নেতৃত্ব।

VijayRupani: A Life Remembered in Tragedy %%page%% %%sep%% %%sitename%%

VijayRupani

ক্লাউড টিভি ডেস্ক : এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (VijayRupani)। দুর্ঘটনার পর চিহ্নিত করা যায়নি তাঁর মরদেহ। ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পর তাঁর দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি রবিবার নিশ্চিত করেছেন, “ডিএনএ পরীক্ষার ভিত্তিতে বিজয় রূপানির দেহ শনাক্ত করা গেছে। তাঁর মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।” তিনি জানান, সরকার রাজ্যজুড়ে এই ঘটনায় শোক ঘোষণা করবে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্যে সবরকম সরকারি সম্মান দেওয়া হবে।

বিজয় রূপানির শেষকৃত্য হবে তাঁর নিজের শহর রাজকোটে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রূপানির পরিবারের সঙ্গে দেখা করে এই দুঃসময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “রাজ্য সরকার রাজকোটে শেষকৃত্যের সমস্ত ব্যবস্থা করবে এবং প্রয়াত নেতার প্রতি যথাযথ সম্মান জানাবে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তাঁর স্ত্রীর চিকিৎসাজনিত কারণেই যাচ্ছিলেন লন্ডন। পূর্ব নির্ধারিত সফর ছিল ৫ জুন। কিন্তু গুজরাটের লুধিয়ানা পশ্চিম উপনির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কারণে তিনি যাত্রা পিছিয়ে দেন। ১২ জুন ভোরে তিনি বিমানে ওঠেন, সেই বিমানেরই মর্মান্তিক পরিণতি ঘটে।

এয়ার ইন্ডিয়ার AI-271 বিমানটি আমদাবাদ থেকে দিল্লি হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। ১৮৪ জন যাত্রীর মধ্যে ৩২ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীও।

বিজয় রূপানির মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং বিজেপির একাধিক শীর্ষনেতা টুইট করে শোকপ্রকাশ করেছেন।

প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রীর নাম এয়ার ইন্ডিয়া দুর্ঘটনাজনিত ফ্লাইটে: পরিচয় এবং অনুসন্ধান শুরু

উরুগুয়ের কোলন এফসির স্থায়ী সদস্য হলেন প্রথম ভারতীয় ফুটবলার, ইতিহাসে নাম লেখালেন মণিপুরের প্রতিভাবান ডিফেন্ডার

নরেন্দ্র মোদী লিখেছেন, “বিজয়ভাই ছিলেন সংগঠনের প্রাণ। গুজরাটের উন্নয়নের পথে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।” অমিত শাহ বলেন, “আমি একজন সহকর্মী নয়, একজন দাদা হারালাম।”

বিজেপির মুখপাত্র অনিল বালুনি বলেন, “গোটা দল আজ শোকাহত। তিনি সংগঠন ও প্রশাসন—দুটিতেই ছিলেন দক্ষ ও জনপ্রিয়।”

রাজনীতির বাইরে, বিজয় রূপানির একটি ব্যক্তিগত পরিচিতিও ছিল। তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন, প্রশাসনে স্বচ্ছতা ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিচিত ছিলেন।

২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে রাজ্যে একাধিক পরিকাঠামোগত প্রকল্প বাস্তবায়িত হয়, বিশেষত রাজকোট স্মার্ট সিটি প্রকল্পে তাঁর বিশেষ উদ্যোগ ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, রাজকোটের বাসভবনে তাঁর শেষ দর্শনের ব্যবস্থা করা হবে সোমবার সকালে। পরে স্থানীয় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে রাষ্ট্রীয় সম্মানসহ।

আরও পড়ুন :

ট্রাম্পের হুঁশিয়ারি—“ইরান হামলা করলে পূর্ণ শক্তিতে প্রতিহিংসা”

পুরুষরা কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? গবেষণা বলছে, Y ক্রোমোজোম ক্ষয় পেতে পারে, তবে আছে বিকল্প সম্ভাবনা

ad

আরও পড়ুন: