Breaking News

ISLFuture

আইএসএলের ভবিষ্যৎ ঘিরে দুঃস্বপ্ন! এফএসডিএল-এআইএফএফ চুক্তি জট, বন্ধ হতে পারে লীগ?

আইএসএলের ভবিষ্যৎ ঝুলে আছে ফেডারেশন ও এফএসডিএলের নতুন চুক্তি ঘিরে টানাপোড়েনের উপর। ১৪ শতাংশ লভ্যাংশের দাবি মানতে নারাজ AIFF, আবার সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সংক্রান্ত নির্দেশে ফেডারেশন নতুন চুক্তিতে সই করতে পারছে না। ফলে ১৪ সেপ্টেম্বর নির্ধারিত লিগ শুরুর আগে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।

ISLFuture: What's Next for Indian Football? %%page%% %%sep%% %%sitename%%

ISLFuture

ক্লাউড টিভি স্পোর্টস  ডেস্ক: ভারতের পেশাদার ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর আইএসএল (ইন্ডিয়ান সুপার লিগ) এ বছর আদৌ হবে (ISLFuture) কি না, তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন। আইএসএলের সংগঠক সংস্থা এফএসডিএল (Football Sports Development Limited) ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর মধ্যে নতুন চুক্তি ঘিরে তৈরি হয়েছে অভূতপূর্ব টানাপোড়েন।

২০১০ সালে তৎকালীন IMG-R (বর্তমান FSDL) ও AIFF-এর মধ্যে ১৫ বছরের একটি বাণিজ্যিক চুক্তি হয়। সেই চুক্তির মেয়াদ ২০২৫  সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী, বছরে ২০ কোটি টাকা অথবা লভ্যাংশের ২০ শতাংশ AIFF-কে দিত FSDL।

তবে নতুন চুক্তিতে এফএসডিএল চাইছে লভ্যাংশ কমাতে—২০ শতাংশের জায়গায় ১৪ শতাংশ। এই নতুন শর্ত মানতে নারাজ AIFF। ফেডারেশনের দাবি, আইএসএল তৈরি হয়েছে তাদের ছাতার তলায়, সুতরাং নিয়ন্ত্রণও তাদের হাতেই থাকবে।

নতুন চুক্তি নিয়ে আলোচনার শেষ তারিখ ছিল ৩০ এপ্রিল। কিন্তু এখন জুন পেরিয়ে গেলেও চুক্তি সই হয়নি। সূত্র বলছে, এফএসডিএল ইতিমধ্যেই আইএসএল ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে জানিয়েছে, আগামী লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, AIFF-এর সঙ্গে তারা কোনও স্থায়ী আর্থিক চুক্তিতে পৌঁছতে পারছে না।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—১৪ সেপ্টেম্বর নির্ধারিত আইএসএল আদৌ শুরু হবে তো?

এই চুক্তি জটের পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি জটিলতা। AIFF-এর গঠনতন্ত্র অনুযায়ী, দেশের সর্বোচ্চ ফুটবল লিগ পরিচালনার অধিকার শুধুমাত্র AIFF-এর। নতুন গঠনতন্ত্র ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জমা পড়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এল নাগেশ্বর রাও-এর মাধ্যমে।

অতীতের ময়দান: জ্যোতিষ গুহ থেকে ধীরেন দের সামনে তখন খেলোয়াড়দের মুখোমুখি হওয়াটাই ছিল বিরাট ব্যাপার

ময়দানের বার পুজো আছে ঠিকই, তবে তা যেন বড়ই বেমানান

কিন্তু সেই খসড়া অনুমোদিত হওয়ার আগেই এআইএফএফ কোনো চুক্তিতে সই করতে পারবে না—এমন নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচী ও পিএস নরসিমা-র ডিভিশন বেঞ্চ। ফলে পুরো বিষয়টি আইনি কাঁটায় জর্জরিত।

দলবদল প্রায় শেষ। বিভিন্ন ক্লাব প্রি-সিজন প্রস্তুতি শুরু করে দিয়েছে। কেউ বিদেশে ক্যাম্প করছে, কেউ ঘরোয়া মাঠে অনুশীলনে নেমেছে। এই পরিস্থিতিতে আইএসএলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ফুটবলার ও কোচদের মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে।

বিশেষ করে যুব ফুটবলারদের জন্য আইএসএল একটি বড় মঞ্চ। যদি এই লিগ না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধাক্কা হতে পারে।

ভারতের ফুটবল উন্নয়নের অন্যতম স্তম্ভ আইএসএল। কিন্তু এই লিগ যদি ব্যবসায়িক ও আইনি জটিলতায় থমকে যায়, তাহলে ভারতের পেশাদার ফুটবলের সামনে বড় বিপর্যয় অপেক্ষা করছে। এখন দেখার, FSDL ও AIFF শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে পারে কিনা।

আরও পড়ুন :

ব্যাজ্জিওর ‘ঐতিহাসিক ১০ নম্বর’ জার্সি পেয়ে আপ্লুত মেসি, বললেন “এটা জীবনের অমূল্য স্মৃতি”

ট্রাম্পকে ‘বিশেষ বার্তা’ সহ জার্সি উপহার রোনালদোর

ad

আরও পড়ুন: