WoakesFightingSpirit OvalTest
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ৪ আগস্ট, ২০২৫ : ওভাল টেস্টে চরম উত্তেজনার আবহে ইংল্যান্ড দলকে জয়ের দোরগোড়ায় নিয়ে এসেছেন হ্যারি ব্রুক ও জো রুটের দুর্দান্ত ব্যাটিং। কিন্তু এক ঝটকায় দুজনেই ফিরে যাওয়ার পর ম্যাচে তৈরি হয়েছে নাটকীয় মোড়। এমন পরিস্থিতিতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ইংল্যান্ড যদি আরও উইকেট হারায়, তবে ইনজুরি সত্ত্বেও ব্যাট হাতে নামতে হতে পারে (WoakesFightingSpirit OvalTest) অলরাউন্ডার ক্রিস ওকস-কে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে জানায়, বাঁ কাঁধে চোট পাওয়ায় ওভাল টেস্টের বাকি অংশে ওকস আর ফিল্ডিং করতে পারবেন না। কিন্তু চোট থাকা সত্ত্বেও তার ব্যাটিং করার সম্ভাবনা জিইয়ে রাখা হয়েছে— বিশেষত ম্যাচ যদি কঠিন অবস্থানে যায়।
দ্রুততম ওয়ানডে ফিফটির রেকর্ডে নাম তুললেন ক্যারিবীয়ান বোলার ম্যাথু ফোর্ড
প্রথম দিনের খেলার এক পর্যায়ে করুণ নায়ারের একটি শট সীমানার দিকে যাচ্ছিল। বলটি খুব জোরালো না হলেও চার হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। সেই বল ফেরাতে দৌড় দেন ওকস। সফলভাবেই বলটি সীমানার আগে থামিয়ে দেন তিনি। কিন্তু সেই সময় ভারসাম্য হারিয়ে সীমানার বাইরে গিয়ে পড়ে যান এবং বাঁ কাঁধটা সজোরে মাটিতে লাগে।
শুরুতে বড় কোনো সমস্যা মনে না হলেও, পরে দেখা যায় ওকস বেশ যন্ত্রণায় ভুগছেন। ইংল্যান্ডের ফিজিও দ্রুত ছুটে আসেন এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ওকস মাঠ ছাড়েন— ডান হাতে বাঁ হাতকে ধরে, সোয়েটারের ভিতরে হাত পেঁচিয়ে।
পরীক্ষা করে ইসিবি জানিয়েছে, ওকসের বাঁ কাঁধের জয়েন্টে ব্যথা পেয়েছেন। তাৎক্ষণিকভাবে বল হাতে আর ফিল্ডিং করতে পারবেন না তিনি। তবে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করার মতো শারীরিক ক্ষমতা রয়েছে। প্রয়োজন পড়লে, তিনি ব্যথা নিয়েই ব্যাট হাতে নামতে প্রস্তুত।
এই প্রসঙ্গে জো রুট বলেন, “আমরা জানি ওকস কতটা লড়াকু। যদি জয়ের জন্য প্রয়োজন হয়, তাহলে চোট নিয়েই সে ব্যাট করতে নামবে।”
ওভাল টেস্টের পঞ্চম দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার মাত্র ৩৫ রান। তবে হাতে আছে মাত্র চারটি উইকেট। ম্যাচের পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে শেষদিকে এসে।
শেষ ৩টি উইকেট মাত্র ৩৬ রানের মধ্যে হারিয়েছে ইংল্যান্ড। সেট ব্যাটার হ্যারি ব্রুক (১১১) এবং জো রুট (১০৫) ফিরে গেলে চাপে পড়ে যান নতুন ব্যাটাররা। প্রসিধ কৃষ্ণা ও আকাশ দীপ অসাধারণ বোলিংয়ে রুটের পরপরই ফেরান জ্যাকব বেথেলকে (৫)।
এখনও ক্রিজে আছেন ক্রেইগ ওভারটন ও মার্ক উড। কিন্তু যদি তারা ব্যর্থ হন, তবে একমাত্র ভরসা হবেন ইনজুরি আক্রান্ত ক্রিস ওকস।
ক্রিস ওকস বরাবরই মাঠে তার নিবেদন ও জেদ দিয়ে পরিচিত। এর আগেও ইংল্যান্ডের জন্য বহুবার লড়েছেন চাপের মুখে। এবারও তাঁর লড়াইয়ের মানসিকতা প্রশংসিত হচ্ছে ক্রিকেটবিশ্বে।
যদি তিনি ব্যাট করতে নামেন, তাহলে সেটা হবে কেবলমাত্র ইংল্যান্ডের জয় নিশ্চিত করতে। চোটের কারণে হয়তো আগের মতো রান তোলা সহজ হবে না, কিন্তু তার উপস্থিতিই দলের মনোবল বাড়াবে— এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন :
সেনা অফিসারের হাতে স্পাইসজেট কর্মী আক্রান্ত : অতিরিক্ত ব্যাগেজ ফি ঘিরে তাণ্ডবে মেরুদণ্ড ভাঙলো
বকেয়ার ২৫% কেন দেওয়া হল না? সুপ্রিম কোর্টে ডিএ মামলায় উত্তাল পরিস্থিতি, রাজ্য চাইল আরও ৬ মাস সময়