YChromosome
ক্লাউড টিভি ডেস্ক : মানুষের জিনগত বৈশিষ্ট্য বহনকারী দুটি ক্রোমোজোমের মধ্যে Y ক্রোমোজোমই নির্ধারণ করে কে পুরুষ হবেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য — সময়ের সাথে সাথে এই Y ক্রোমোজোম ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, এবং ভবিষ্যতে হয়তো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। তাতে কি পুরুষদের অস্তিত্ব বিপন্ন হবে? উত্তরটা এত সহজ নয়, কারণ প্রকৃতি নিজেই বিকল্প খুঁজে নিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
প্রায় ৩০ কোটি বছর আগে X ও Y ক্রোমোজোম ছিল একে অপরের প্রায় অভিন্ন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে Y ক্রোমোজোম তার প্রায় সব জিন হারিয়েছে। বর্তমানে X ক্রোমোজোম যেখানে প্রায় ৯০০ জিন ধারণ করে, Y ক্রোমোজোমে কার্যকর জিনের সংখ্যা মাত্র ৫৫। এবং এ হারিয়ে যাওয়া ধারা অব্যাহত থাকলে, ভবিষ্যতে পুরুষত্ব নির্ধারণকারী এই ক্রোমোজোমের বিলুপ্তি অসম্ভব নয়।
সাদার্ন সমিতির দায়িত্ব মহিলা কোচের হাতে: কলকাতা লিগে ইতিহাস গড়তে চলেছেন সুজাতা কর
অস্ট্রেলিয়ার স্পাইনি র্যাট ও জাপানের একধরনের ইঁদুরে Y ক্রোমোজোম না থাকলেও সেসব প্রজাতিতে পুরুষ-নারী উভয়ই জন্ম নেয়। এর কারণ, তাদের জিনগত কোডে বিকল্প ‘পুরুষ নির্ধারণকারী’ জিনের উদ্ভব হয়েছে। যেমন, জাপানি ইঁদুরে Sox9 নামক একটি জিন পুরুষত্বের দায়িত্ব নিয়েছে।
এই নজির থেকেই বিজ্ঞানীরা মনে করছেন, মানুষেও বিবর্তনের ধারায় Y হারিয়ে গেলে প্রকৃতি বিকল্প রাস্তা খুঁজে নিতে পারে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক পুরুষের শরীরের কোষ থেকে Y ক্রোমোজোম হারিয়ে যাচ্ছে। যেটাকে বলা হয় “Loss of Y chromosome (LOY)”। ৬০-৭০ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় ৪০% ক্ষেত্রে এই ঘটনা দেখা গেছে। শুধু তাই নয়, Y ক্রোমোজোম হারানোর সঙ্গে হৃদরোগ, ক্যানসার, অ্যালঝেইমার ও সময়ের আগেই মৃত্যুর আশঙ্কাও বাড়ছে।
গবেষকরা বলছেন, পুরুষ বিলুপ্ত হবেন না। বরং Y ক্রোমোজোম হারিয়ে গেলে শরীরে অন্য কোনও অংশের জিন হয়তো সেই ভূমিকা নেবে — যেভাবে কিছু ইঁদুর প্রজাতিতে হয়েছে। এটা ঘটতে বহু মিলিয়ন বছর সময় লাগবে। কিন্তু এর ফলে ‘পুরুষ’ ধ্বংস হবে না, বরং বিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হবে।
আরও পড়ুন :
১০ মিনিটের যাত্রা, কিন্তু মৃত্যু ফাঁদ! কেদারনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
অবশেষে ধরা পড়ল সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, এলাকায় স্বস্তি ও প্রশ্ন একসঙ্গে