পুরুষরা কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? গবেষণা বলছে, Y ক্রোমোজোম ক্ষয় পেতে পারে, তবে আছে বিকল্প সম্ভাবনা

এক গবেষণায় দাবি করা হয়েছে, পুরুষদের Y ক্রোমোজোম ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্পূর্ণ বিলুপ্ত হতে পারে। তবে আশার কথা— বিবর্তনের মাধ্যমে নতুন ‘পুরুষত্ব নির্ধারক’ জিন বিকশিত হতে পারে, যেমনটা দেখা গেছে কিছু ইঁদুর প্রজাতিতে