যুবরাজ উথাপ্পা সোনু ইডি
ক্লাউড টিভি ডেস্ক : অবৈধ বেটিং অ্যাপ ১এক্সবেট (1xBet)-এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পা এবং বলিউড অভিনেতা সোনু সুদ-কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী সপ্তাহে তিন তারকাকেই আলাদা দিনে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সোমবার উথাপ্পা, মঙ্গলবার যুবরাজ এবং বুধবার সোনু সুদকে ইডি অফিসে হাজির হতে হবে।
ভারতে অনলাইন বেটিং সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ১এক্সবেট নামে অবৈধ অ্যাপটি ভিন্ন নামে ও আড়ালে নিজেদের প্রচার চালাচ্ছিল। সেই বিজ্ঞাপন ও প্রোমোশনাল কনটেন্টে দেখা গেছে যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকে। অভিযোগ উঠেছে, তারা সরাসরি বা পরোক্ষভাবে অবৈধ বেটিং অ্যাপকে সমর্থন করেছেন।
ইডি ইতিমধ্যেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর আওতায় তদন্ত শুরু করেছে। এই তদন্তে উঠে এসেছে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বলিউড-টলিউডের একাধিক তারকার নাম।
২০২২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ১এক্সবেট-এর প্রোমোশনাল ভিডিওতে দেখা যায় উথাপ্পাকে।
যুবরাজ সিংকেও একাধিক বিজ্ঞাপনে ব্যবহার করেছে সংস্থাটি।
অভিনেতা সোনু সুদের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ উঠেছে।
এর আগে এই অ্যাপের প্রচারে নাম জড়িয়েছিল শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার। ইডির দপ্তরে হাজিরা দিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাদের। শুধু ক্রিকেটারই নন, বলিউড-টলিউডের একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তালিকায় রয়েছেন—অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, উর্বশী রাউতেলা প্রমুখ।
ED Raid: বালি পাচারের তদন্তে শেখ জহিরুল আলি বাড়িতে তল্লাশি চালানো হয়
ভারতের বিনোদন ও ক্রীড়া জগতের জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে এই অভিযোগ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—খ্যাতি ও জনপ্রিয়তার সুযোগ নিয়ে তারা কি জনসাধারণকে অবৈধ প্ল্যাটফর্মে আকৃষ্ট করেছিলেন? এখন নজর ইডির তদন্তের দিকে।
আরও পড়ুন :
দাবি পূরণ না হলে এশিয়া কাপ বয়কটের হুমকি পাকিস্তানের