Breaking News

Zepto $450 মিলিয়ন ফান্ডিং

কুইক কমার্স স্টার্টআপ Zepto নতুন ফান্ডিং রাউন্ডে $450 মিলিয়ন তুলতে চলেছে, মূল্যায়ন ছোঁবে $7 বিলিয়ন

ভারতের কুইক কমার্স স্টার্টআপ Zepto প্রায় $450 মিলিয়ন নতুন ফান্ডিং রাউন্ডে তুলতে চলেছে। মার্কিন পেনশন ফান্ড Calpers-এর নেতৃত্বে এই বিনিয়োগ শেষে সংস্থার মূল্যায়ন দাঁড়াবে $7 বিলিয়ন।

Zepto নতুন ফান্ডিং রাউন্ডে $450 মিলিয়ন তুলছে | মূল্যায়ন $7 বিলিয়ন

Zepto $450 মিলিয়ন ফান্ডিং

ক্লাউড টিভি ডেস্ক: ভারতের দ্রুত বর্ধনশীল কুইক কমার্স স্টার্টআপ Zepto আবারও শিরোনামে। সংস্থা শীঘ্রই প্রায় $450 মিলিয়ন নতুন ফান্ডিং রাউন্ড সম্পন্ন করতে চলেছে। এই বিনিয়োগ সম্পূর্ণ হলে Zepto-র মূল্যায়ন দাঁড়াবে প্রায় $7 বিলিয়ন, যা ভারতের স্টার্টআপ ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই রাউন্ডে নেতৃত্ব দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ পেনশন ফান্ড Calpers (California Public Employees’ Retirement System)। এর পাশাপাশি পুরনো বিনিয়োগকারী General Catalyst-ও অংশ নিচ্ছে। পাশাপাশি Avenir, Nexus, Lightspeed, Stepstone সহ একাধিক বিদ্যমান বিনিয়োগকারী তাঁদের শেয়ার ধরে রাখতে বিনিয়োগ করবেন।

Moneycontrol-এর প্রতিবেদনে জানা গিয়েছে—

  • মোট $350–380 মিলিয়ন যাবে প্রাইমারি ক্যাপিটাল হিসেবে, যা সরাসরি Zepto-র ব্যবসায়িক প্রসারে ব্যবহার হবে।

  • বাকি $70–100 মিলিয়ন হবে সেকেন্ডারি সেল, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগকারীদের শেয়ার কেনাবেচা।

গত বছর আগস্টে Zepto প্রায় $340 মিলিয়ন তুলেছিল, তখন কোম্পানির মূল্যায়ন ছিল $5 বিলিয়ন। এবারে সেটি সরাসরি বেড়ে দাঁড়াচ্ছে $7 বিলিয়ন, যা মাত্র এক বছরের মধ্যেই প্রায় ৪০% বৃদ্ধি।

৫৭টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় অনুমোদন, শিক্ষা খাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা : বাজেট ৫,৮৬২ কোটি টাকা

মার্কিন কংগ্রেসে পাস হল না অর্থায়ন বিল, যুক্তরাষ্ট্রে শুরু সরকারি শাটডাউন

Zepto-র অর্ডার ভলিউম গত কয়েক মাসে ২০% এরও বেশি বৃদ্ধি পেয়েছে। সংস্থা বর্তমানে Blinkit ও Swiggy Instamart-এর সঙ্গে কুইক কমার্স দৌড়ে প্রতিযোগিতা করছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এই নতুন অর্থ Zepto-কে অবকাঠামো বিস্তার, ডার্ক স্টোর নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নতুন শহরে প্রবেশের সুযোগ দেবে।

এই ফান্ডিং শুধু Zepto নয়, গোটা কুইক কমার্স ইকোসিস্টেমের জন্য ইতিবাচক সংকেত। নতুন অর্থে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, টেকনোলজি ও লজিস্টিক্সে নতুন উদ্ভাবন আসবে এবং গ্রাহকরা আরও দ্রুত পরিষেবা পাবেন।

তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, এত দ্রুত বৃদ্ধির সঙ্গে লাভজনকতা (Profitability) বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই প্রতিযোগীরা ব্যয় কমানোর পথে হাঁটছে, ফলে Zepto-কে ব্যালান্স রাখতে হবে প্রসার আর টেকসই আয়ের মধ্যে।

Zepto-র এই $450 মিলিয়নের ফান্ডিং রাউন্ড প্রমাণ করে যে বিনিয়োগকারীদের আস্থা এখনও ভারতের কুইক কমার্স বাজারে দৃঢ়। নতুন মূলধন Zepto-কে বাজারে তার অবস্থান আরও মজবুত করতে সাহায্য করবে এবং দেশের অন্যতম শীর্ষ স্টার্টআপে পরিণত করবে।

আরও পড়ুন :

AI-র ডিপফেক কনটেন্ট রুখতে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন দিল্লি হাইকোর্টে: Google ও YouTube আদালতের কাঠগড়ায়

গুয়াহাটিতে মহিলা ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনে শ্রেয়া ঘোষালের কণ্ঠে জাতীয় সঙ্গীত

ad

আরও পড়ুন: