Breaking News

AdaniInKolkata KumartuliRenovation

কুমোরটুলি ঘাটের রূপান্তরের দায়িত্ব নিল আদানি গোষ্ঠী, নতুন সাজে ফিরবে ঐতিহ্যের ঠিকানা

কুমোরটুলি ঘাট পাবে নতুন চেহারা—আদানি গোষ্ঠীর সৌজন্যে ঐতিহ্য, নিরাপত্তা ও আধুনিকতার সমন্বয়ে তৈরি হবে এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

AdaniInKolkata KumartuliRenovation Project Details %%page%% %%sep%% %%sitename%%

AdaniInKolkata KumartuliRenovation

ক্লাউড টিভি ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : কলকাতার অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান কুমোরটুলি ঘাট নতুন করে সাজিয়ে তুলতে এগিয়ে এল আদানি গোষ্ঠী (AdaniInKolkata KumartuliRenovation)। শহরের উত্তরাংশের এই ঘাটকে ঘিরে রয়েছে মৃৎশিল্পের দীর্ঘ ঐতিহ্য, দুর্গা প্রতিমা তৈরির মূল কেন্দ্র বলেই এটি পরিচিত। এবার সেই ঐতিহ্যবাহী ঘাটের পরিকাঠামো ও নিরাপত্তা উন্নয়নের দায়িত্ব নিল দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী।

শুক্রবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকনমিক জোন (APSEZ) হাত মিলিয়েছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় বন্দরের সঙ্গে। দুই সংস্থার যৌথ উদ্যোগে ঘাট পুনঃসংস্কার, পর্যটন উন্নয়ন ও পরিবেশবান্ধব ব্যবস্থা গড়ে তোলার কাজ হাতে নেওয়া হচ্ছে।

তিন ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি সতর্কতা

আশা ভোঁশলের মৃত্যুর ‘ভুয়ো’ খবর ভাইরাল, ক্ষুব্ধ পরিবার


‘নিরাপদ ও নান্দনিক ঘাট’ গড়ার লক্ষ্য

সংস্থার বিজনেস ডেভেলপমেন্ট প্রেসিডেন্ট সুব্রত ত্রিপাঠী বলেন—

“আমরা এই ঐতিহাসিক কাজের অংশ হতে পেরে গর্বিত। শুধু সৌন্দর্যায়ন নয়, স্থানীয় শিল্প, সংস্কৃতি ও বাসিন্দাদের জীবনযাত্রার উন্নয়নই আমাদের মূল উদ্দেশ্য।”

আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়েছে, ঘাটে থাকবে:

  • নতুন ওয়াকওয়ে ও নিরাপত্তা রেলিং

  • সিসিটিভি ও নিরাপত্তা নজরদারির ব্যবস্থা

  • পর্যটকদের জন্য ভিউ পয়েন্ট ও তথ্যকেন্দ্র

  • পরিবেশবান্ধব আলো ও জলের ব্যবস্থা

  • স্থানীয় শিল্পীদের জন্য প্রদর্শনী অঞ্চল ও মেলা প্রাঙ্গণ


শীঘ্রই শুরু কাজ, সময়সীমা ৬ মাস

সূত্রের খবর, আগামী আগস্ট মাসেই কাজ শুরু হয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী, ৬ মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

প্রকল্পের কাজ পর্যবেক্ষণে থাকবে কলকাতা পোর্ট ট্রাস্ট ও স্থানীয় প্রশাসন। উৎসবের মরসুমের আগেই অন্তত প্রাথমিক সংস্কার শেষ করতে চায় কর্তৃপক্ষ।


সংস্কৃতির সঙ্গে কর্পোরেট অংশীদারিত্ব

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু পরিকাঠামো উন্নয়নের প্রকল্প নয়, বরং শহরের সংস্কৃতির সঙ্গে কর্পোরেট হস্তক্ষেপের এক নতুন মেলবন্ধন। কুমোরটুলি ঘাট শুধুমাত্র একটি ঘাট নয়, বরং শিল্প, রীতি ও ধর্মীয় আবেগের কেন্দ্রবিন্দু।

এক স্থানীয় শিল্পী বলেন,

“আমরা বহু বছর ধরে এখানে প্রতিমা তৈরি করছি। যদি ঘাটটি আরও সুন্দর ও নিরাপদ হয়, তাহলে বিদেশি পর্যটকরাও বেশি করে আসবেন।”

কুমারটুলির সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানালেও এখনিই কোনরকম মতামত জানাতে ছাইছেন না।

আরও পড়ুন :

জোটার স্মৃতিতে চোখ ভেজাল অ্যানফিল্ড, ২০ নম্বর জার্সি চিরতরে অবসরে পাঠাল লিভারপুল

স্থগিত আইএসএল! গভীর অনিশ্চয়তায় ভারতীয় ফুটবল, চুক্তি জটিলতায় ধাক্কা গোটা লিগ কাঠামোয়

ad

আরও পড়ুন: