Fulia Alternative Textile
ক্লাউড টিভি ডেস্ক : নদীয়ার ফুলিয়া বয়রার যুবক কৃষাণ বিশ্বাসের উদ্যোগে দর্জির দোকান কিংবা হোশিয়ারি শিল্পের ছোটখাটো কারখানার বাতিল কাপড়ের টুকরো থেকে তৈরি হচ্ছে কাগজ এবং তুলো! তার বাবার ব্যতিক্রমী ব্যবসার হাল ধরে সৃষ্টি করেছেন নতুন কর্মসংস্থান (Fulia Alternative Textile)। সেখানে পুরুষ এবং মহিলা মিলে কাজ করছেন প্রায় 40 জন। যদিও তুলো কিংবা কাগজ তা তৈরি হয় কলকাতার উন্নত প্রযুক্তির দামি মেশিনে। এখানে শুধুমাত্র বিভিন্ন রংবেরঙের কাপড় কে এসিড ব্লিচিং গরম জল দিয়ে বিশেষ এক পদ্ধতিতে সাদা করা হয় তারপরে সেগুলোকে কড়া রোদে শুকিয়ে পাঠানো হয় কলকাতায়। মজুরি পাওয়া যায় ওজন দরে কুইন্টাল কিংবা টন এর হিসাবে।
মহা কুম্ভ মেলা উদযাপনের পিছনে রয়েছে মিথ, বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র
এ ব্যাপারে ওই ব্যবসায়ী কৃষাণ জানাচ্ছেন কলকাতার কোন এক মহাজনের অর্ডার (Fulia Alternative Textile) সাপ্লাই করেন তিনি, হোশিয়ারি কাপড়ের টুকরো কখনো সংগ্রহ করতে হয় তাকে কখনো বা মহাজন পাঠিয়ে দেন কলকাতা থেকে। রঙিন কাপড়ের টুকরো সাদা করার পর কড়া রোদে শুকানোর এই কাজ গরম এবং শীতকালে ব্যাঘাত না ঘটলেও বর্ষার সময় অর্ধেক দিন কাজ বন্ধ থাকে। তাই বর্ষা আসার আগে তাদের ব্যস্ততা থাকে চূড়ান্ত। সকাল দশটায় মহিলারা কাজে আসেন ফেরেন বিকাল চারটে চড়া রোদে মেলে দেওয়া এবং শুকনো করে ঘরে তোলা এবং বস্তাবন্দী করা তাদের কাজ। অন্যদিকে পুরুষ শ্রমিকরা আসেন সকাল সাতটায় বাড়ি ফেরেন দুপুর 1 টায় আর এরই মধ্যে নিজেদের উপার্জনে চলছে সংসার।
তবে ব্যবসায়ী জানান অনেকেই এই কাজ শুরু করলেও খুব বেশি সাফল্য লাভ করতে পারেনি, তাই ফুলিয়ার বুকে এধরনের কারখানা দু একটি আছে মাত্র। তবে বাবার আমল থেকে এই ব্যবসা হওয়ার কারণে কলকাতার যোগাযোগ রয়েছে তাদের তাই ব্যবসা (Fulia Alternative Textile) চলছে ভালোই আগামীতে আরো বড় করার ইচ্ছা। অন্যদিকে শ্রমিকরা জানাচ্ছেন এই কারখানা রয়েছে বলেই দুবেলা দুটো অন্য জুটছে। অনেকেই ছিলেন তন্তুজীবী কিন্তু কাপড়ের ব্যবসা খারাপ যাওয়ার কারণে বিলুপ্তর পথে হস্তচালিত তাত তাই এখন দুবেলা দুমুঠো অন্ন জোগাচ্ছে এই কাজ।
আরও পড়ুন :
এশিয়ার কোন কোন দেশের ওপর কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
রামনবমী কি এবং এর পেছনের ইতিহাস
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS