গান্ধীর একমাত্র স্বেচ্ছায় আঁকানো তৈলচিত্র নিলামে আড়াই কোটি টাকায় বিক্রি

মহাত্মা গান্ধীর একমাত্র ‘স্বেচ্ছায় আঁকানো’ বিরল তৈলচিত্র নিলামে বিক্রি হল আড়াই কোটি টাকায়। ১৯৩১ সালের লন্ডন সফরে ব্রিটিশ শিল্পী ক্লেয়ার লিটন এই ছবি আঁকেন, যা গান্ধীর জীবনের এক ঐতিহাসিক মুহূর্তকে ধরে রেখেছে।