Breaking News

India France Rafale Deal

৬৩,০০০ কোটি টাকার রাফালে মেরিন চুক্তি: ভারতের নৌসেনার আধুনিকীকরণে ঐতিহাসিক পদক্ষেপ

মেক ইন ইন্ডিয়া নীতির আওতায় দেশীয় প্রতিরক্ষা শিল্পেও আসবে গতি।

India France Rafale Deal Enhances Naval Power %%page%% %%sep%% %%sitename%%

India France Rafale Deal

ক্লাউড টিভি : ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। এবার ভারতীয় নৌসেনার জন্য ৬৩,০০০ কোটি টাকার রাফালে মেরিন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করল নয়াদিল্লি ( India France Rafale Deal)। এই চুক্তির মাধ্যমে ভারত ২৬টি রাফালে মেরিন যুদ্ধবিমান পাবে—যার মধ্যে ২২টি এক সিটের এবং ৪টি দুই সিটের বিমান থাকবে।

চুক্তিটি হয়েছে ফরাসি প্রতিরক্ষা সংস্থা Dassault Aviation-এর সঙ্গে। এটি শুধুমাত্র ভারতীয় নৌসেনার জন্য, যাতে তারা দেশের সমুদ্র সীমান্তে আরও কড়া নজরদারি চালাতে পারে এবং চীন-সহ অন্যান্য শত্রুপক্ষের মোকাবিলা করতে সক্ষম হয়।

কেন গুরুত্বপূর্ণ এই চুক্তি?

ভারতের বর্তমান নৌসেনায় থাকা MiG-29K যুদ্ধবিমানগুলো অনেকটাই পুরনো এবং প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে। এই রাফালে মেরিন বিমানগুলো ( India France Rafale Deal) সেই ঘাটতি পূরণ করবে। জানা গেছে, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে এই বিমানগুলোর ডেলিভারি ধাপে ধাপে শুরু হবে। বিমানচালকদের প্রশিক্ষণ হবে ফ্রান্স এবং ভারতে যৌথভাবে।

ভারতের প্রতিরক্ষা দপ্তর মনে করছে, এই বিমানগুলোর অন্তর্ভুক্তি ভারতকে ভারত মহাসাগর অঞ্চলে একটি প্রভাবশালী সামরিক শক্তিতে পরিণত করবে।

Breaking : আমেরিকার শত্রু দেশে ভারতের দূতাবাস খোলার উদ্যোগ

৭২ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ: পাকিস্তানিদের সব ভিসা বাতিল, পরিষেবাও স্থগিত করল ভারত

চুক্তির অর্থনৈতিক প্রভাবও বিশাল

শুধু প্রতিরক্ষা নয়, এই চুক্তির ( India France Rafale Deal) মাধ্যমে ভারতীয় অর্থনীতিও লাভবান হবে। প্রতিরক্ষা খাতে কর্মসংস্থান বাড়বে, স্থানীয় ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির সঙ্গে চুক্তিভিত্তিক কাজ হবে এবং সামগ্রিকভাবে ভারতে প্রযুক্তি হস্তান্তরের পথ প্রশস্ত হবে।

ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই চুক্তি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন শিল্পেও বড়সড় গতি আসবে বলে আশা করা হচ্ছে।

ভারত-ফ্রান্স সম্পর্ক আরও মজবুত

ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা নতুন নয়। এর আগেও ভারত Mirage 2000 এবং Scorpene ক্লাস সাবমেরিন ফ্রান্স থেকে কিনেছে। এই রাফালে মেরিন চুক্তির মাধ্যমে সেই সম্পর্ক আরও গভীর হল। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাঁক্রো ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে পারস্পরিক কৌশলগত বোঝাপড়ার ফলেই এত বড় চুক্তি ( India France Rafale Deal) সফল হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও একটি শক্তিশালী বার্তা।

#রাফালে_মেরিন #ভারত_ফ্রান্স_চুক্তি #নৌসেনা_আধুনিকীকরণ #ভারতের_প্রতিরক্ষা #RafaleMarine #IndiaFranceDeal #MakeInIndia #IndianNavyUpgrade

আরও পড়ুন :

কেজরিওয়াল ও বিজেপি মিলে ‘মিথ্যা কমনওয়েলথ গেমস কেলেঙ্কারি’ তৈরি করেছে, কংগ্রেসের কাছে ক্ষমা চাইতে হবে: জয়রাম রমেশ

পহেলগাঁও হামলা ও চীন-পাকিস্তান ঐক্য: দক্ষিণ এশিয়ায় উত্তেজনার নতুন মোড়

ad

আরও পড়ুন: