কলকাতা ইস্ট–ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে? নতুন আগ্রহপত্র ঘিরে জল্পনা তুঙ্গে

ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পে বেসরকারি সংস্থার অংশগ্রহণের রাস্তা খুলতে আগ্রহপত্র প্রকাশ করল মেট্রো কর্তৃপক্ষ। এই পদক্ষেপে উৎসাহের পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক—জনসাধারণের সেবা ও নিয়ন্ত্রণ কি বজায় থাকবে, উঠছে সেই প্রশ্ন।