KolkataHighCourt PujaGrant
ক্লাউড টিভি ডেস্ক : দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, পূজো কমিটি যদি আগের বছরের অনুদানের হিসেব না দেয়, তবে তাদের আর নতুন অনুদান দেওয়া হবে না (KolkataHighCourt PujaGrant)।
প্রসঙ্গত, রাজ্য সরকার গত কয়েক বছর ধরে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে অনুদান দিয়ে আসছে। গত বছর প্রতিটি ক্লাবকে দেওয়া হয়েছিল ৮৫ হাজার টাকা, আর এ বছর সেই অঙ্ক বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। এর পাশাপাশি বিদ্যুতের বিলেও ছাড়ের ব্যবস্থা করেছে সরকার।
৩১ জুলাই পুজো কমিটির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী, বাড়তে পারে অনুদানের অঙ্ক
তবে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারি টাকা খরচের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা থাকতে হবে। আদালতের পর্যবেক্ষণ— “সরকারি টাকা এভাবে খরচ করা যায় না।” সেই কারণেই নির্দেশ দেওয়া হয়েছে, গতবারের অনুদানের হিসেব না দিলে কোনোভাবেই নতুন অনুদান বরাদ্দ করা যাবে না।
ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, এক মাস সময় দেওয়া হয়েছে পুজো কমিটিগুলিকে। এই সময়সীমার মধ্যে যেসব ক্লাব গত বছরের অনুদানের হিসেব জমা দেবে, তারাই এ বছর অনুদান পাবে। অন্যথায় তাদের বাদ দেওয়া হবে তালিকা থেকে।
রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, গত বছর কলকাতা পুলিশ এলাকার ২,৮৭৬টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল এবং প্রত্যেকেই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল ৪১,৭৯৯টি চেক। তার মধ্যে ৪১,৭৯৫টি পুজো কমিটি অনুদান গ্রহণ করেছে এবং ৪১,৭৯২টি কমিটি হিসেবও দিয়েছে।
অতএব, খুবই সামান্য সংখ্যক ক্লাব হিসেব দেয়নি বলে স্বীকার করেছে সরকার। আদালতের নির্দেশে এ বছর থেকে সেই নিয়ম আরও কঠোরভাবে মানতে হবে।
এই রায় প্রকাশ্যে আসার পরেই পুজো উদ্যোক্তাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষত যেসব ছোট ক্লাব এখনো গত বছরের অনুদানের হিসেব দেয়নি, তাদের মধ্যে চিন্তা শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে হিসেব জমা দেওয়া না হলে তারা অনুদান থেকে বঞ্চিত হবে।
আরও পড়ুন :
পুজোয় অতিরিক্ত বাস পরিষেবা, শপিং স্পেশাল ও নাইট সার্ভিস চালুর ঘোষণা পরিবহন মন্ত্রীর
উত্তর প্রদেশে ট্রাফিক ব্যবস্থায় ঐতিহাসিক পরিবর্তন: সাত শহরে শুধুই নারী পুলিশ