MacronWarning
ক্লাউড টিভি ডেস্ক | ১৪ জুলাই ২০২৫, প্যারিস : ইউরোপ আবার এক অস্থির সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন অনিশ্চয়তা আর দেখা যায়নি—এমনই মন্তব্য করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (MacronWarning)।
প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বলেন,
“আমরা এমন এক সময়ের মধ্যে রয়েছি, যেখানে ইউরোপের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ সবচেয়ে বড় হুমকির মুখে।”
তিনি সতর্ক করেন, বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক পরিস্থিতি “জটিল, অস্থির এবং স্নায়ুযুদ্ধপরবর্তী সময়ের থেকেও বিপজ্জনক”। ব্রিটিশ সংবাদমাধ্যম BBC-র খবরে বলা হয়েছে, এই হুঁশিয়ারির প্রেক্ষাপটে ফ্রান্স প্রতিরক্ষা ব্যয় নাটকীয়ভাবে বাড়ানোর পরিকল্পনা করেছে।
রেকর্ড পরিমাণ প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি
ম্যাক্রোঁ ঘোষণায় বলেন, ২০২6 সালে ফ্রান্সের প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৩.৫ বিলিয়ন ইউরো (প্রায় ৩ বিলিয়ন ডলার) ব্যয় বরাদ্দ করা হবে।
২০২৭ সালেও এই ব্যয় আরও ৩ বিলিয়ন ইউরো বাড়ানো হবে।
এর ফলে সামরিক আধুনিকায়ন, সাইবার নিরাপত্তা ও ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়বে।
এই ঘোষণায় বোঝা যাচ্ছে, ফ্রান্স আগাম প্রস্তুতি নিচ্ছে, যাতে তারা ন্যাটো এবং ইউরোপীয় প্রতিরক্ষা কাঠামোয় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
মায়ানমারে মার্কিন ‘ছায়াযুদ্ধ’ পরিকল্পনা: উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
⚔️ রাশিয়ার হুমকি ও ইউক্রেন যুদ্ধের দীর্ঘ ছায়া
ফরাসি প্রেসিডেন্ট তাঁর ভাষণে সরাসরি রাশিয়ার আগ্রাসন ও সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করেন। তিনি বলেন—
“দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত দীর্ঘায়িত ও বিপজ্জনক যুদ্ধ আর হয়নি। রাশিয়ার হামলা ইউরোপের শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তখন থেকেই যুদ্ধ থামেনি।
ইতিমধ্যে ইউক্রেনের একাধিক শহর ধ্বংস হয়ে গেছে।
ইউরোপজুড়ে শরণার্থী সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি, এবং সামরিক প্রস্তুতির চাপ বেড়েছে।
ম্যাক্রোঁর মতে, ইউরোপ যদি এখনই প্রস্তুতি না নেয়, তবে ভবিষ্যতে এই হুমকি আরও ভয়াবহ আকার ধারণ করবে।
️ ন্যাটো ও ইউরোপীয় একতা পুনঃপ্রতিষ্ঠার ডাক
ম্যাক্রোঁ আরও বলেন, “এই মুহূর্তে প্রয়োজন ইউরোপীয় সংহতি ও কৌশলগত স্বাধীনতা।”
তিনি চান ইউরোপ যেন আমেরিকার নির্ভরশীলতা ছাড়াই নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে।
ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাইবার যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি এবং AI ভিত্তিক অস্ত্র উন্নয়ন-এর ওপর জোর দেন।
ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ‘গুরুত্বপূর্ণ বার্তা’ হিসেবে দেখা হচ্ছে—বিশেষ করে ন্যাটো-পরবর্তী ইউরোপ গঠনের সম্ভাব্য রূপরেখা হিসেবে।
আরও পড়ুন :
১৬১টি ছবিতে একটানা নায়িকা চরিত্রে অভিনয়, চলে গেলেন ভারতীয় চলচ্চিত্রের ‘এভারগ্রীন’ রানি বি সরোজা দেবী
পাকিস্তানে মঞ্চস্থ হল ‘রামায়ণ’, করাচিতে ‘মৌজ প্রোডাকশনস’ এর সাহসী নাট্য প্রয়াস