মঙ্গলগ্রহের বিরল উল্কাপিণ্ড রেকর্ড মূল্যে বিক্রি

বিশ্বে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় মঙ্গল উল্কাপিণ্ড ‘NWA 16788’ নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪৩ লাখ ডলারে। আফ্রিকার নাইজারে আবিষ্কৃত এই মহাজাগতিক পাথরটি স্থলভাগে পড়ায় একে দারুণ সৌভাগ্যের ঘটনা হিসেবে ধরা হচ্ছে।