MessiInMiami HighestPaidAthlete
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: মাঠে যেমন রাজত্ব করছেন, অর্থনীতিতেও তেমনই আধিপত্য লিওনেল মেসির। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (MLS) খেলা আর্জেন্টাইন মহাতারকা টানা তৃতীয়বারের মতো লিগের সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার (MessiInMiami HighestPaidAthlete ) হচ্ছেন।
এমনকি মেসি একাই যা আয় করছেন, তা এমএলএসের ৩০ দলের মধ্যে ২১টি দলের সমস্ত খেলোয়াড়ের সম্মিলিত বেতনের চেয়েও বেশি! এই অবাক করা তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (AP) ও MLS Players Association (MLSPA)।
আর্জেন্টিনার অধিনায়কের বেতন এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের এই তালিকা বুধবার (২৫ জুন) প্রকাশ করেছে। যেখানে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার (১৪৫ কোটি ৭৮ লাখ টাকা প্রায়)। এছাড়াও মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি থেকেও আয় আছে মেসির। তবে পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।
গত ২৩ মে পর্যন্ত করা হিসাবে জানানো হয়েছে, এমএলএসে খেলোয়াড়দের পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে ইন্টার মায়ামি। যা ৪ কোটি ৬৮ লাখ ডলার। পুরো অর্থের প্রায় অর্ধেকই যায় মেসির পকেটে। গত মরসুমের চেয়ে কেবল বেতন খাতেই কমপক্ষে ৫ মিলিয়ন ডলার খরচ বেড়েছে মায়ামির। টরন্টো এবং আটলান্টা ছাড়া এমএলএসে ৩০টি দলের মধ্যে অন্য যেকোনো দলের দ্বিগুণ পারিশ্রমিক দেয় মায়ামি।
এদিকে মেসির পর এমএলএসে সবচেয়ে বেশি বেতন পান টরন্টোর ইতালিয়ান উইঙ্গার লরেনৎসো ইনসিনিয়ে। এর পরেই রয়েছেন মেসির সতীর্থ বুসকেতস। চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ বেতন পান যথাক্রমে আটলান্টার মিগুয়েল আলমিরন এবং সান দিয়েগোর হিরভিং লোজানো।
লিওনেল মেসি (ইন্টার মায়ামি) – $20.45 মিলিয়ন
লরেনৎসো ইনসিনিয়ে (টরন্টো) – $15.4 মিলিয়ন
সার্জিও বুসকেতস (ইন্টার মায়ামি) – $8.8 মিলিয়ন
মিগুয়েল আলমিরন (আটলান্টা) – $8.6 মিলিয়ন
হিরভিং লোজানো (সান দিয়েগো) – $8.1 মিলিয়ন
আরও পড়ুন :
আইসিসি টেস্ট র্যাঙ্কিং আপডেট: ক্যারিয়ারের সেরা অবস্থানে পন্ত ও ডাকেট, শীর্ষে রয়েছেন বুমরাহ ও রুট
২৫ জুন ১৯৮৩: আজই ভারতের বিশ্বকাপ জয়ের দিন – কপিলদের ঐতিহাসিক সাফল্যের ৩৯ বছর পূর্ণ