Breaking News

Muttiah Muralitharan

বিনামূল্যে বিপুল জমি দান মুরলীধরনকে, কাশ্মীরে তুঙ্গে বিতর্ক

ওমর আবদুল্লার প্রশাসন নাকি শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনকে বিনামূল্যে ২৫ একর জমি দান করেছে

Muttiah Muralitharan Land Controversy Explained %%page%% %%sep%% %%sitename%%

Muttiah Muralitharan

ক্লাউড টিভি ডেস্ক : অভিযোগ শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুরলীধরনকে (Muttiah Muralitharan) কাঠুয়ায় নিখরচায় ২৫.৭৫ একর জমি দিয়েছে কাশ্মীর সরকার। ওই জমিতে মুরলীধরনের সংস্থা সেভলন বেভারেজেসের কারখানা হওয়ার কথা। মোট ১৬০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা মুরলীধরনের সংস্থার। তাতে স্থানীয়দের কর্মসংস্থানও হবে। আসলে কাশ্মীর সরকার কাঠুয়ায় ২১ হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব পেয়েছে। সেটারই অংশ হিসাবে বিনামূল্যে জমি দেওয়া হয়েছে মুরলীধরনকে।

ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিতর্কে জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সরকার। ওমর আবদুল্লার প্রশাসন নাকি শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনকে (Muttiah Muralitharan) বিনামূল্যে ২৫ একর জমি দান করেছে। যে জমিতে আবার গড়ে ওঠার কথা মুরলীধরনের অ্যালকোহল তৈরির কারখানা। জম্মু ও কাশ্মীর বিধানসভায় এ নিয়ে একযোগে সরব কংগ্রেস এবং সিপিএম।

আরও পড়ুন :

IIFA-র মঞ্চে ‘লাপাতা লেডিজ’ এর জয়জয়কার, দশটি পুরস্কার পেল

কলকাতা ও শহরতলির যাত্রীদের জন্য একটি সুখবর! শীঘ্রই শিয়ালদা মেইন শাখায় চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন।

বিরোধীদের দাবি, এভাবে বিদেশি ক্রিকেটারকে (Muttiah Muralitharan) জমি দেওয়া অনৈতিক। সিপিএম বিধায়ক ইউসুফ তারিগামি বলছেন, “বিষয়টা উদ্বেগজনক। একজন শ্রীলঙ্কার ক্রিকেটারকে এভাবে জমি দান করা হচ্ছে। কীভাবে সম্ভব?” কংগ্রেস বিধায়ক গুলাম আহমেদ মীরও বলছেন, “এভাবে একজন বিদেশি ক্রিকেটারকে নিখরচায় জমি দান করার কোনও অর্থ হয় না। এটা একটা উদ্বেগজনক বিষয়। এ বিষয়ে দ্রুত আলোকপাত করা উচিত।”

যদিও জম্মু কাশ্মীর সরকার পুরো বিষয়টি নিয়েই অন্ধকারে। বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষিমন্ত্রী জাভেদ আহমেদ মীর বলছেন, “বিষয়টি আমার নজরে আসেনি। কীভাবে এটা হল সেটা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখতে হবে।”

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7

x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: