তুলনামূলক কম উচ্চতার পর্বতশৃঙ্গের জন্য আরোহন ফি পুরোপুরি মকুব করল নেপাল

আন্তর্জাতিক পর্যটক ও পর্বতারোহীদের আকর্ষণে নেপাল সরকার কিছু নির্বাচিত শৃঙ্গের জন্য আরোহন ফি মকুব করেছে। এর লক্ষ্য কম জনপ্রিয় অঞ্চলে পর্যটন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা।