IndianRailways BaggageRules
ক্লাউড টিভি ডেস্ক: ভারতীয় রেলে এবার আসছে বিমানবন্দর স্টাইলের লাগেজ চেকিং নিয়ম। যাত্রীদের সঙ্গে বহন করা লাগেজের নির্দিষ্ট ওজনসীমা বেঁধে দেওয়া হচ্ছে এবং নিয়ম লঙ্ঘন হলে গুনতে হবে বাড়তি চার্জ। প্রথমে প্রয়াগরাজ জংশনকে পরীক্ষামূলকভাবে এই নতুন নিয়ম (IndianRailways BaggageRules) চালুর জন্য বেছে নেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে দেশজুড়ে প্রধান স্টেশনগুলোতে এই বিধি কার্যকর করা হবে।
রেল মন্ত্রক সূত্রে খবর, এতদিন কাগজে কলমে লাগেজের ওজনসীমা থাকলেও বাস্তবে তার কড়া প্রয়োগ হয়নি। ফলে যাত্রীরা অনেক সময় অতিরিক্ত ব্যাগ নিয়ে ট্রেনে ওঠেন, যা একদিকে ভিড় বাড়ায় আবার অন্যদিকে নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। এবার সেই চিত্র পাল্টে দিতে চাইছে রেল কর্তৃপক্ষ।
নতুন নীতিমালা অনুযায়ী যাত্রীদের নির্দিষ্ট শ্রেণি অনুযায়ী ওজন বহনের অনুমতি দেওয়া হবে। যেমন—
First AC যাত্রীরা সর্বোচ্চ ৭০ কেজি লাগেজ বহন করতে পারবেন।
AC Two-Tier যাত্রীরা সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত ব্যাগ নিতে পারবেন।
AC Three-Tier ও স্লিপার শ্রেণিতে সীমা থাকছে ৪০ কেজি।
General Class যাত্রীদের জন্য অনুমোদিত ওজনসীমা ৩৫ কেজি।
যদি কেউ নির্ধারিত সীমার বেশি ওজনের ব্যাগ বহন করেন, তবে তাকে আগে থেকেই লাগেজ বুকিং কাউন্টারে অতিরিক্ত ফি দিতে হবে। নাহলে ট্রেনে ওঠার সময় জরিমানা গুনতে হতে পারে।
প্রয়াগরাজ জংশনে পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরু হবে। স্টেশনটিকে আধুনিক ‘এয়ারপোর্ট মোড’-এ সাজানো হচ্ছে। যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশের আগে ইলেকট্রনিক মেশিনে লাগেজ ওজন করতে হবে। যাদের অতিরিক্ত ব্যাগ থাকবে তাদের টিকিটের সঙ্গে মিলিয়ে ফি ধার্য হবে। এরপরই তারা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন।
এছাড়া টিকিটকে এখন থেকে বোর্ডিং পাসের মতো ব্যবহার করা হতে পারে। প্ল্যাটফর্মে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদের প্রবেশাধিকার থাকবে। দর্শনার্থীদের জন্য আলাদা ভিজিটর পাস চালুর কথাও ভাবা হচ্ছে। ফলে ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা আরও জোরদার হবে।
ভারতীয় ক্রিকেটারদের প্রতি কঠোর হলো বিসিসিআই, মানতে হবে দশটি নির্দেশ
Packing Technique : বেড়াতে যাচ্ছেন? ৫-৪-৩-২-১ নিয়মে ব্যাগ গোছান
বিভিন্ন মহলের মতে, এই পদক্ষেপ যাত্রী নিরাপত্তা ও শৃঙ্খলার পক্ষে ইতিবাচক হলেও হঠাৎ করে লাগেজ চেকিংয়ের কারণে যাত্রীরা সমস্যায় পড়তে পারেন। অনেকেই পরিবার নিয়ে দীর্ঘ সফরে যান এবং একাধিক ট্রাঙ্ক বা বড় ব্যাগ বহন করেন। সেই ক্ষেত্রে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে।
তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের যথাসময়ে সচেতন করা হবে এবং নতুন নিয়ম চালুর আগে প্রচার করা হবে যাতে কেউ বিভ্রান্ত না হন। পাশাপাশি নিয়ম মেনে চললে যাত্রীরা আরও নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা পাবেন।
রেল মন্ত্রকের কর্মকর্তারা বলছেন, ভিড় নিয়ন্ত্রণ, লাগেজের অপব্যবহার রোধ এবং প্ল্যাটফর্মে নিরাপত্তা জোরদার করাই এই নীতির মূল লক্ষ্য। প্রায়ই দেখা যায় যাত্রীরা বিশাল পরিমাণ লাগেজ নিয়ে ওঠেন, যা কোচে জায়গার অভাব তৈরি করে। আবার নিরাপত্তার দিক থেকেও অনিয়ন্ত্রিত ব্যাগ বড়সড় ঝুঁকি। তাই এবার বিমানবন্দর ধাঁচে ব্যবস্থা নিতে চলেছে রেল।
প্রয়াগরাজ জংশনে সাফল্যের সঙ্গে নতুন নিয়ম কার্যকর হলে অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেশনেও ধাপে ধাপে লাগেজ চেকিং চালু করা হবে। দেশের ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর আওতায় আধুনিকীকরণের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন :
নিশ্চিত হলো আর্জেন্টিনার ভারত সফর, কবে কোথায় খেলবে আলবিসেলেস্তেরা?
ট্রেনের শৌচালয়ের ডাস্টবিনে মৃত শিশু, তদন্ত শুরু করেছে রেল পুলিশ